For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশে মুদ্রাস্ফীতি কোন জায়গায়, বললেন সীতারমন! ইউপিএ দু জমানার সঙ্গে দিলেন তুলনা

দেশে মুদ্রাস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণে। এমনটা দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

  • |
Google Oneindia Bengali News

দেশে মুদ্রাস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণে। এমনটা দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ২০১৪-র পর থেকে তা বাড়েনি বলেও মন্তব্য করেছেন তিনি। কেই সরকারকে মুদ্রাস্ফীতি নিয়ে প্রশ্ন করতে পারবে না বলেও মন্তব্য করেছেন তিনি। মন্ত্রী বলেন ইউপিএ টু-এর সময়ে(২০০৯-১৪) মুদ্রাস্ফীতি বেড়েছিল। বিভিন্ন পণ্যের মুদ্রস্ফীতি সেই সময় দুই অঙ্কে ছিল।

 দেশে মুদ্রাস্ফীতি কোন জায়গায়, বললেন সীতারমন! ইউপিএ দু জমানার সঙ্গে দিলেন তুলনা

মন্ত্রী জানিয়েছেন, জুলাইয়ে ভারতের খুচরো মুদ্রাস্ফীতির হার সামান্য কমেছে। কেন্দ্রীয় ব্যাঙ্কের ৪ শতাংশ দীর্ঘমেয়াদী লক্ষ্যমাত্রা, পরপর ১২ মাসের জন্য নিচেই রয়েছে। জুলাইয়ে বার্ষিক খুচরো
মুদ্রাস্ফীতি ছিল জুন মাসের থেকে কম। প্রসঙ্গ জুন মাসে খুচরো মুদ্রাস্ফীতি ছিল ৩.১৮ শতাংশ এবং জুলাইয়ে তা করে দাঁড়ায় ৩.১৫ শতাংশ।

দেশের বর্তমান আর্থিক মন্দা নিয়ে বিতর্ক রয়েছে। আর উন্নয়নের জন্য আরবিআই সুদের হার আরও কমাতে চায়। যার ফলে দেশে খরচ ও চাহিদা দুটোই বাড়বে।

জুলাইয়ে খুচরো খাদ্যমূল্যের মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়ে হয়েছে ২.৩৬ শতাংশ। যা জুনে ছিল ২.২৫ শতাংশ। খাবার ও তেলের দামে হ্রাসের কারণে ভারতে খুচরো মুদ্রাস্ফীতি হ্রাস পেয়েছে ২০১৩ সালের নভেম্বর থেকে। সেই সময় যা ছিল ১২.১৭ শতাংশ। স্বল্প মুদ্রাস্ফীতিই মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয়বার জলে প্রভূত সাহায্য করেছিল।

English summary
Finance Minister Nirmala Sitharaman says inflation is completely under control
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X