For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পরিকাঠামো প্রকল্পগুলির শ্রীবৃদ্ধিতে নয়া ভাবনা! আসন্ন বাজেটেই নয়া ব্যাঙ্কের ঘোষণা করতে পারেন নির্মলা

পরিকাঠামো প্রকল্পগুলির শ্রীবৃদ্ধিতে নয়া ভাবনা! আসন্ন বাজেটেই নয়া ব্যাঙ্কের ঘোষণা করতে পারেন নির্মলা

  • |
Google Oneindia Bengali News

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বাজেট পেশের প্রস্তুতি। নিয়মমাফিক হালুয়া দিয়ে মুখমিষ্টির অনুষ্ঠানও পরিচালনা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।চলতি মাসের শেষেই বসছে বাজেট অধিবেশন। এদিকে ১ ফেব্রুয়ারি অর্থমন্ত্রীর হাতে বাজেট পেশের আগে দেশ জুড়ে চড়ছে আশা আশঙ্কার পারদ। এমনকী করোনাকালীন মন্দা দশা কাটাতে অর্থমন্ত্রী নতুন কী ঘোষণা করেন তা নিয়েই বাড়ছে জল্পনা। এবার এরই মাঝে শোনা গেল নতুন সুখবর।

পরিকাঠামো প্রকল্পগুলির শ্রীবৃদ্ধিতে নয়া ভাবনা! আসন্ন বাজেটেই নয়া ব্যাঙ্কের ঘোষণা করতে পারেন নির্মলা

সূত্রের খবর, ২০২১-এর বাজেটে নতুন একটি জাতীয় ব্যাঙ্কের ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ সরকারি বড় পরিকাঠামো প্রকল্পগুলির জন্য অর্থ বরাদ্দ করতেই প্রধান দায়িত্ব থাকবে এই ব্যাঙ্কের হাতে। এমনকী প্রভিডেন্ট ফান্ড, পেনশন এবং বিমা ফান্ডগুলি থেকে একটা নির্দিষ্ট অংশের অর্থ এই ব্যাঙ্কে রাখা বাধ্যতামূলকও করতে পারে সরকার, শোনা যাচ্ছে এমনটাও। এমনকী নতুন এই ব্যাঙ্ক গঠন করতে নয়া আইন আনতে পারে কেন্দ্রীয় সরকার৷

সূ্ত্রের খবর, নতুন এই ব্যাঙ্ক গঠনের আগে ইতিমধ্যেই ন্যাশনাল ব্যাঙ্ক ফর ফিন্যান্সিং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট বিল ২০২০ নামে একটি খসড়া বিল তৈরি করেছে কেন্দ্র৷ যা শীঘ্রই পাশ হতে পারে বলে খবর।তারপরেই আসবে নতুন আইন । পাশাপাশি নয়া এই ব্যাঙ্কের অনুমোদিত মূলধনের পরিমাণ হতে পারে এক লক্ষ কোটি টাকা৷ এমনকী নতুন এই ব্যাঙ্ক ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার ফিনান্স কোম্পানি লিমিটেডের বিকল্প হিসেবে কাজ করবে বলেও খবর৷

টিকাকরণের মাঝেও ভয় ধরাচ্ছে নয়া করোনা স্ট্রেন! ১০ কোটি সংক্রমণের দোরগোড়ায় গোটা বিশ্ব টিকাকরণের মাঝেও ভয় ধরাচ্ছে নয়া করোনা স্ট্রেন! ১০ কোটি সংক্রমণের দোরগোড়ায় গোটা বিশ্ব

English summary
Finance Minister Nirmala Sitharaman may announce new bank to boost infrastructure projects
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X