For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাজেট এবার দাঁড়িয়ে চারটি স্তম্ভের উপর! কী কী জরুরি ঘোষণা করলেন নির্মলা, একনজরে

বাজেট এবার দাঁড়িয়ে চারটি স্তম্ভের উপর! কী কী জরুরি ঘোষণা করলেন নির্মলা, একনজরে

Google Oneindia Bengali News

আগামী বছরে ভারত জিডিপি ৯.২৭ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। মঙ্গলবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেট পেশ করার সময় ফলাও করে বলেছিলেন সেই কথা। উন্নয়নের চারটি স্তম্ভের উপর ফোকাস করে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি, শক্তির পরিবর্তন, এবং জলবায়ু-বিষয়ক পরিকল্পনা মাধ্যমে ভারতের অর্থনীতিকে ৭৫ থেকে ১০০-এ পরিণত করার নীলনকশা প্রদান করেন সীতারামন।

বাজেট এবার দাঁড়িয়ে চারটি স্তম্ভের উপর! কী কী জরুরি ঘোষণা করলেন নির্মলা, একনজরে

অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট বক্তৃতার মূল বক্তব্য

১. আগামী তিন বছরের মধ্যে ১০০ পিএম গতি শক্তি টার্মিনাল স্থাপন করা হবে।
২. ডিজিটাল ইনফ্রা প্রচারের জন্য দেশ স্ট্যাক ই-পোর্টাল চালু করা হবে।
৩. সরকার এমএসপি অপারেশনের অধীনে গম ও ধান সংগ্রহের জন্য ২.৩৭ লক্ষ কোটি টাকা দেবে।
৪. কেন-বেতওয়া নদীর সংযোগ বাস্তবায়নে আনুমানিক ৪৪,৬০৫ ​​কোটি টাকা ব্যয়-বরাদ্দ ধরা হয়েছে।
৫. ৫টি নদী সংযোগের জন্য খসড়া ডিপিআর চূড়ান্ত করা হয়েছে।
৬. ফসলের মূল্যায়ন, জমির রেকর্ড, কীটনাশক স্প্রে করার জন্য কিষাণ ড্রোন ব্যবহার হবে। কৃষি খাতে প্রযুক্তির ঢেউ আসবে বলে আশা করা হচ্ছে।
৭. ৬ হাজার কোটি টাকার কর্মসূচি নেওয়া হয়েছে এমএসএমই-তে। ৫ বছরের মধ্যে তা চালু করা হবে
৮. স্টার্টআপগুলি ড্রোন শক্তির জন্য প্রচার করা হবে।
৯. কোভিডের কারণে আনুষ্ঠানিক শিক্ষার ক্ষতিপূরণের জন্য শিশুদের সম্পূরক শিক্ষা প্রদানের জন্য এক ক্লাস এক টিভি চ্যানেল বাস্তবায়ন করা হবে।
১০. ছোট এবং মাঝারি ক্ষেত্রে পরিষেবাগুলি ফিরিয়ে আনা হবে।
১১. শিক্ষা প্রদানে ডিজিটাল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। হাব এবং স্পোক মডেলের উপর তা নির্মিত হবে।
১২. অর্থনৈতিক পরিকাঠামো পুনরুদ্ধারে সরকারি বিনিয়োগ এবং মূলধন ব্যয় সংক্রান্ত বিষয়ে জোর দেওয়া হবে।
১৩. সড়ক পরিবহন মাস্টারপ্ল্যানের জন্য প্রধানমন্ত্রী গতি শক্তি প্রকল্প ২০২২-২৩ সালে চূড়ান্ত করা হবে।
১৪. ২০২২-২৩'কে আন্তর্জাতিক বাজরা বছর হিসাবে ঘোষণা করা হয়েছে।
১৫. রেলওয়ে নতুন পণ্য তৈরি করবে ক্ষুদ্র কৃষক এবং এমএসএমই-র জন্য।
১৬. আগামী অর্থবছরে চারটি স্থানে মাল্টি-মডেল পার্কের জন্য চুক্তি হবে।
১৭. ইসিএলজিএস স্কিম ২০২৩ সালের মার্চ পর্যন্ত বাড়ানো হবে এবং গ্যারান্টি কভার ৫০ হাজার টাকা থেকে ৫ লক্ষ কোটি টাকা বাড়ানো হবে।
১৮. নিরাপত্তা ও ক্ষমতা বৃদ্ধির জন্য ২ হাজার কিলোমিটার রেল নেটওয়ার্ক দেশীয় বিশ্বমানের প্রযুক্তি কাওয়াচের আওতায় আনা হবে।
১৯. ৪০০টি নতুন প্রজন্মের বন্দে ভারত ট্রেন আগামী তিন বছরের মধ্যে উন্নত শক্তি দক্ষতা এবং যাত্রী চালনার উপযোগী হিসেবে গড়ে তোলা হবে।
২০. নাগরিকদের সুবিধার জন্য ২০২২-২৩ সালে ই-পাসপোর্ট ইস্যু করা হবে।
২১. মহামারীটি সব বয়সের মানুষের মানসিক স্বাস্থ্য সমস্যাকে আরও বাড়িয়ে তুলেছে। মানসিক স্বাস্থ্য কাউন্সেলিং এবং অন্যান্য পরিষেবাগুলির অ্যাক্সেস আরও ভাল করার জন্য একটি জাতীয় টেলি মানসিক স্বাস্থ্য প্রোগ্রাম চালু করা হবে।

২২. এর মধ্যে ২৩টি টেলি মানসিক স্বাস্থ্যকেন্দ্রের একটি নেটওয়ার্ক অন্তর্ভুক্ত থাকবে, যার মধ্যে নিমহান্স নোডাল সেন্টার এবং আইআইটি ব্যাঙ্গালোর প্রযুক্তি সহায়তা করবে।
২৩. নর্থ-ইস্ট কাউন্সিলের জন্য প্রধানমন্ত্রীর উন্নয়ন উদ্যোগ বাস্তবায়ন করা হবে। এটি যুব ও মহিলাদের জন্য জীবিকার কার্যক্রম সক্ষম করবে। এই প্রকল্পটি বিদ্যমান কেন্দ্র বা রাজ্য প্রকল্পগুলির বিকল্প নয়।
২৪. ১১২টি বিশেষ জেলার ৯৫ শতাংশ স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনা।
২৫. ২০২২-২৩ সালে পিএম আবাস যোজনার অধীনে ৪৪ হাজার কোটি টাকায় ৮০ লক্ষ সাশ্রয়ী মূল্যের বাড়ি তৈরি করা হবে।
২৬. উত্তর-পূর্বের জন্য পিএম ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ নামে একটি নতুন প্রকল্প চালু করা হবে।
২৭. ভারতের উত্তর সীমান্তের গ্রামগুলিকে উন্নয়নের জন্য একটি নতুন প্রাণবন্ত গ্রাম কর্মসূচির আওতায় আনা হবে।
২৮. ডিজিটাল পেমেন্টকে উৎসাহিত করতে তফসিলি অধ্যুষিত ৭৫টি জেলায় ৭৫টি ডিজিটাল ব্যাঙ্ক স্থাপন করা হবে।
২৯. জাতীয় অবকাঠামোয় পাইপলাইনের প্রকল্পগুলি সাতটি ইঞ্জিনের সঙ্গে সম্পর্কিত পিএম গতি শক্তি কাঠামোয় সংযুক্ত করা হবে।
৩০. সমস্ত পোস্ট অফিসকে আর্থিক অন্তর্ভুক্তির জন্য কোর ব্যাঙ্কিং সলিউশনের সঙ্গে যুক্ত করতে হবে।
৩১. ইউনিফাইড লজিস্টিক ইন্টারফেস প্ল্যাটফর্মে অল-মোড অপারেটরদের মধ্যে ডেটা আদান-প্রদান করা হবে।
৩২. নগর পরিকল্পনার জন্য একটি উচ্চ-স্তরের প্যানেল স্থাপন করা হবে।
৩৪. এমবেডেড চিপ-সহ ই-পাসপোর্ট চালু করা হবে।
৩৪. আধুনিক বিল্ডিং উপ-আইন চালু করা হবে।
৩৫. ৭৫ হাজার অভিযোগ বাদ দিয়ে এবং ১৪৮৬টি ইউনিয়ন আইন বাতিল করে ব্যবসাকে সহজ করা হয়েছে।
৩৬. অটোমোবাইলের জন্য ইভি চার্জিং স্টেশনগুলিকে অনুমতি দিতে ব্যাটারি অদলবদল নীতি তৈরি করা হবে।
৩৭. একটি সম্পূর্ণ কাগজবিহীন, ই-বিল ব্যবস্থা চালু করা হবে।
৩৮. শহুরে পরিকল্পনার জন্য ৫টি অ্যাকাডেমিক প্রতিষ্ঠানকে ২৫০কোটি টাকার এনডাউমেন্ট ফান্ড-সহ সেন্টার ফর এক্সিলেন্স হিসাবে মনোনীত করা হবে।
৩৯. কর্পোরেটদের জন্য স্বেচ্ছা প্রস্থান ২ বছর থেকে ৬ মাস কমিয়ে আনা হবে।
৪০. সরবরাহকারীদের জন্য পরোক্ষ খরচ কমাতে, জামিন বন্ড গ্রহণযোগ্য হবে।
৪১. বেসরকারি সংস্থাগুলির দ্বারা ২০২২-২৩'এর মধ্যে ফাইভ-জি মোবাইল পরিষেবাগুলি চালু করার জন্য স্পেকট্রাম নিলাম পরিচালিত হবে।
৪২. মূলধন বা প্রতিরক্ষা খাতের ৬৮ শতাংশ স্থানীয় শিল্পের জন্য বরাদ্দ করা হবে।
৪৩. সরকার আমদানি কমাতে এবং প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।
৪৪. ভারতনেটের অধীনে সমস্ত গ্রামে অপটিক্যাল ফাইবার নেট স্থাপন পিপিপি মোডে সরবরাহ করা হবে।
৪৫. জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বিশ্বের জন্য সবচেয়ে শক্তিশালী বাহ্যিক বিষয়। নিম্ন কার্বন উন্নয়ন কৌশল কর্মসংস্থানের সুযোগ উন্মুক্ত করে দেবে।
৪৬. উচ্চ দক্ষতার সৌর মডিউল তৈরির জন্য পিএলআই-এ অতিরিক্ত ১৯,৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
৪৭. কয়লা গ্যাসীকরণের জন্য চারটি পাইলট প্রোজেক্ট স্থাপন করা হবে।
৪৮. কৃষি বনায়ন গ্রহণের জন্য কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হবে।
৪৯. মূলধন ব্যয় ৩৫.৪ শতাংশ বেড়ে ২০২৩ অর্থবর্ষে ৭.৫ লক্ষ কোটি টাকা করা হবে।
৫০. অর্থনীতি মহামারী থেকে বেরিয়ে আসার জন্য বৃদ্ধির স্তর বজায় রাখতে হবে।
৫১. ২০২২-২৩ সালে কার্যকর মূলধন ব্যয় হবে ১০.৬৮ লক্ষ কোটি টাকা বা জিডিপির ৪.১ শতাংশ।
৫৩. গার্হস্থ্য নিয়ন্ত্রণ থেকে মুক্ত আএফএসসি-তে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়কে অনুমতি দেওয়া হবে।
৫৪. সরকারের ঋণ গ্রহণ কর্মসূচির অংশ হিসেবে সম্পদ সংগ্রহের জন্য সার্বভৌম সবুজ বন্ড জারি করা হবে।
৫৫. দ্রুত বিরোধ নিষ্পত্তির জন্য গিফট সিটিতে আন্তর্জাতিক সালিশ কেন্দ্র স্থাপন করা হবে।
৫৬. ডেটা সেন্টার এবং এনার্জি স্টোরেজ সিস্টেমকে অবকাঠামোগত মর্যাদা দেওয়া হবে। সহজ অর্থায়ন প্রদান করতে এই উদ্যোগ।
৫৭. পিই/ভিসি স্টার্টআপে ৫.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। বিনিয়োগ আকর্ষণে সহায়তা করার জন্য ও পরামর্শ দেওয়ার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে।৫৮. অবকাঠামো খাতে বেসরকারি পুঁজি বাড়াতে ব্যবস্থা নেওয়া হবে।
৫৯. ২০২২-২৩ থেকে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করে আরবিআই দ্বারা ডিজিটাল মুদ্রা চালু করার প্রস্তাব করা হয়েছে।
৬০. বিনিয়োগকে অনুঘটক করতে ২০২২-২৩ সালে রাজ্যগুলিকে ১ লক্ষ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।
৬৬. ২০২২-২৩ সালে রাজ্যগুলিকে জিএসডিপির ৪ শতাংশ পর্যন্ত রাজস্ব ঘাটতির অনুমতি দেওয়া হবে।
৬২. রাজস্ব ঘাটতি ২০২১-২২ সালে জিডিপির ৬.৯ শতাংশ, ২০২২-২৩ সালে ৬.৪ শতাংশ।
৬৩. ২০২৩ অর্থবর্ষে মোট ব্যয় আনুমানিক ৩৯.৪৫ লক্ষ কোটি টাকা। ধার করা ব্যতীত মোট সম্পদ সংগ্রহের পরিমাণ হবে ২২.৮৪ লক্ষ কোটি টাকা।

৬৪. সরকার একটি স্থিতিশীল এবং অনুমানযোগ্য কর ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়েছে এবারের বাজেটে। করদাতাদের প্রাসঙ্গিক মূল্যায়ন বছরের শেষ থেকে ২ বছরের মধ্যে একটি আপডেট রিটার্ন ফাইল করার অনুমতি দেওয়া হয়েছে।
৬৫. সমবায় সমিতির জন্য বিকল্প ন্যূনতম কর কমিয়ে ১৫ শতাংশ করা হবে।
৬৬. রাজ্য সরকারি কর্মচারীদের এনপিএস অ্যাকাউন্টে নিয়োগকর্তাদের অবদানের উপর কর কর্তনের সীমা ১৪ শতাংশ বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে।
৬৬. স্টার্টআপগুলির জন্য কর ৩১ মার্চ, ২০২৩ পর্যন্ত অন্তর্ভুক্ত করা হবে।
৬৭. যাদের আয় ১ কোটির নীচে তাদের জন্য সমবায় সমিতির সারচার্জ ১২ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ করা হয়েছে।
৬৮. ভার্চুয়াল ডিজিটাল সম্পদের উপর ৩০ শতাংশ এবং ১ শতাংশ টিডিএস ভার্চুয়াল ডিজিটাল সম্পদ স্থানান্তরের উপর কর দিতে হবে।
৬৯. মহামারী সত্ত্বেও জিএসটি রাজস্ব সংগ্রহ বেড়েছে। জানুয়ারি মাসে মোট জিএসটি সংগ্রহ ১.৪ লক্ষ কোটি। জিএসটি চালু হওয়ার পর থেকে তা সর্বোচ্চ। করদাতারা সাধুবাদ পাওয়ার যোগ্য যারা উন্নত ট্যাক্স এবং জিএসটি প্রদানে আন্তরিকভাবে অবদান রেখেছেন।
৭০. কাস্টমস সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে ব্যতিক্রমী কাজ করেছে। পিএলআই এবং ব্যবসাকে সহজ করেছে।
৭১. আরও ইলেকট্রনিক্স উৎপাদনের জন্য ও ইলেকট্রনিক্স আইটেমগুলির বিক্রয়-বৃদ্ধির জন্য শুল্ক ছাড় দেওয়া হয়েছে।
৭২. পালিশ করা হীরা, রত্নগুলির উপর শুল্ক কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে।
৭৩. কর প্রদানকারী ব্যক্তিদের জন্য আয

English summary
Finance Minister Nirmala Sitharaman focused on four pillars of development in Union Budget 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X