পেট্রোল-ডিজেলের ভ্যাট থেকে কত টাকা এসেছে মোদীর কোষাগারে, সংসদে হিসেব দিলেন সীতারমন
জ্বালানি তেলের দাম কমাতে বড় পদক্ষেপ করেছে মোদী সরকার। পেট্রোল-ডিজেলের দামের উপর থেকে ভ্যাট তুলে নেওয়া হয়েছে। যার জেরে অনেকটাই কমেছে দাম। মঙ্গলবার সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিেয়ছেন পেট্রোল-ডিজেরে দামের উপর ভ্যাট থেকে ৩.৭১ লক্ষ কোটি টাকা ঘরে এসেছে মোদী সরকারে। ২০২০-২১ অর্থবর্ষে ভ্যাট সংগ্রহের হিসেব দিয়েছেন তিনি। গত তিন অর্থবর্ষে এই সংগ্রহ ছিল তিন গুণ। অর্থাৎ গত ৩ অর্থবর্ষে মোদী সরকার পেট্রোল ডিেজলের দামের উপর ভ্যাট আরোপ করে ৮.০২ লক্ষ কোটি টাকা আয় করেছিল।

সংসদে তিনি জানিয়েছেন, ২০১৮ সালের ৫ অক্টোবর পর্যন্ত পেট্রোলের দামের উপর ১৯.৪৮ টাকা করে প্রতি লিটারে ভ্যাট বসানো হয়েছিল। ২০২১ সালের নভেম্বর মাস পর্যন্ত সেই ভ্যাটের পরিমান বেড়ে হয়েছিল ২৭.৯০ টাকা। ঠিক এই সময়েই অর্থাৎ ২০১৮ সালের ৫ অক্টোবর পর্যন্ত ডিজেলের উপর ভ্যাট বসানো হয়েছিল ১৩.৩৩ টাকা প্রতি লিটার। সেটা ২০২১ সালের নভেম্বর মাস পর্যন্ত বাড়িয়ে লিটার প্রতি ২১.৮০ টাকা করা হয়। তাতেই বোঝা যাচ্ছে কেন এত জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করেছিল। কেন্দ্রের ভ্যাটের উপর আবার রাজ্যের ভ্যাট চড়ত।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন গত ২ বছরে কেন্দ্র যে শুল্ক বসিয়েছিল পেট্রোল এবং ডিজেলের উপরে তাতে ২০১৮-১৯ অর্থবর্ষে আয় হয়েছে ২,১০,২৮২ কোটি টাকা। ২০১৯-২০ অর্থবর্ষে সেই আয় বেড়ে হয়েছিল ২,১৯,৭৫০ কোটি টাকা। ২০২০-২১ অর্থ বর্ষে সেই আয় হয় ৩,৭১,৯০৮ কোটি টাকা। অগ্নি মূল্য জ্বালানি তেলের দামে নাভিশ্বাস দশা হয়েছিল দেশবাসীর। জিনিসের দাম আগুন হয়ে গিয়েছিল। তার প্রমাণ মিলেছে মুদ্রাস্ফীতির রিপোর্টে। নভেম্বর মাসে মুদ্রাস্ফীতি যে পর্যায়ে পৌঁছেছে যা গত ১২ বছরে রেকর্ড বলে জানা গিয়েছে।

গত ২০১৮ এবং ২০১৯ সালের জুলাই মাস পর্যন্ত কেন্দ্রের ভ্যাটের পরিমান অনেকটাই কমেছিল। ২০১৮ সালের ৫ অক্টোবর পর্যন্ত ১৯.৪৮ টাকা থেকে কমে ১৭.৯৮ টাকা গিয়ে গিয়েছিল ২০১৯ সালে। একই ভাবে ডিজেলের দামের উপরেও ভ্যাট কমিয়ে দেওয়া হয়েছিল। ১৫.৩৩ টাকা থেকে কমে ১৩.৮৩ টাকা করে দেওয়া হয়েছিল। কিন্তু ২০২১ সালের ২ ফেব্রুয়ারি থেকে ক্রমশ ভ্যাট বাড়তে শুরু করে। ৩ নভেম্বর থেকে ভ্যাট কমতে শুরু করে। দীপাবলির আগে পেট্রোল এবং ডিেজলের উপর থেকে এক্সাইড ডিউটি কমানোর সিদ্ধান্ত ঘোষণা করে মোদী সরকার। তাতে পেট্রোলের লিটার প্রতি ৫টাকা এবং ডিজেলের দামের উপর লিটার প্রতি ১০ টাকা কমানো হয় ভ্যাট।