For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দোষ ব্যাঙ্ক ও অডিটরদের! জালিয়াতি নিয়ে জেটলি নীরব রইলেন নীরব মোদীর বিরুদ্ধে

ঘটনার প্রায় ছয়দিন পরে মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। পিএনবির ১১৫০০ কোটি টাকা প্রতারণার ঘটনায় নীরব মোদীর বিরুদ্ধে একটি কথা না বললেও, দেশের ব্যাঙ্কার এবং অডিটরদের দায়ী করেছেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

ঘটনার প্রায় ছয়দিন পরে মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। পিএনবির ১১৫০০ কোটি টাকা প্রতারণার ঘটনায় নীরব মোদীর বিরুদ্ধে একটি কথা না বললেও, দেশের ব্যাঙ্কার এবং অডিটরদের দায়ী করেছেন তিনি। জেটলির অভিযোগ যাঁদের দায়িত্ব পালন করার কথা তারা ঠিক কাজ না করায় এই ধরনের ঘটনা ঘটেছে।

দোষ ব্যাঙ্ক ও অডিটরদের! জালিয়াতি নিয়ে জেটলি নীরব রইলেন নীরব মোদীর বিরুদ্ধে

অ্যাসোসিয়েশন অফ ডেভেলপমেন্ট ফিনান্সিং ইনস্টিটিউশনস ইন এশিয়া অ্যান্ড প্যাসিফিক-এর অনুষ্ঠানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বারবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির স্বশাসনের কথা বলেছেন। সেইজন্য সরকারের সরকারের তরফ থেকে ব্যাঙ্কগুলিকে কিছু বলা হয় না, তাদের নেওয়া সিদ্ধান্ত সম্পর্কে। সরকার যখন তাদের সিদ্ধান্তের কথা জানাচ্ছে, ঠিক তখন ব্যাঙ্কগুলির উচিত সঠিক ভাবে বিষয়টি পরিচালনা করা।

সেইজন্য ম্যানেজমেন্টের কাছেই প্রশ্ন করা উচিত, তারা কি কোনও রকমের উদাসীনতা লক্ষ্য করেছিলেন।

দোষ ব্যাঙ্ক ও অডিটরদের! জালিয়াতি নিয়ে জেটলি নীরব রইলেন নীরব মোদীর বিরুদ্ধে

কেন্দ্রীয় অর্থমন্ত্রী অডিটরদেরও এক হাত নিয়েছেন। প্রতারণা আটকাতে চাটার্ড অ্যাকাউন্ট্যান্টরা কী ব্যবস্থা নিচ্ছেন সে প্রশ্নও তুলেছেন অরুণ জেটলি। তিনি বলেন, ইন্টারনাল এবং এক্সটারনাল অডিটররা বিষয়টিকে হয় অন্যভাবে দেখছেন, না হলে তারা বিষয়টিতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করেছেন জেটলি।

প্রশ্ন উঠছে কেন, নীরব মোদীর বদলে ব্যাঙ্কের ইডিটরদের ওপর দায় চাপাচ্ছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। অনেকেই বলছেন, বোফর্স, টুজি কিংবা চিটফান্ডের মতো নীরব মোদীর মামলাও আস্তে আস্তে হারিয়ে যাবে সাধারণের মন থেকে।

English summary
Finance Minister Arun Jaitley blames bankers and auditors in PNB fraud case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X