For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIVE ইয়েদুরাপ্পাকে নেতা নির্বাচিত করতে পারেন বিজেপি বিধায়করা! আমন্ত্রণ জানাতে পারেন রাজ্যপালও

মঙ্গলবার কর্নাটক বিধানসভায় ফাইনাল ভোট। অর্থাৎ মুখ্যমন্ত্রী এইচডি কুমারমস্বামীর ভাগ্য নির্ধারণ।

  • |
Google Oneindia Bengali News

মঙ্গলবার কর্ণাটক বিধানসভায় ফাইনাল ভোট। অর্থাৎ মুখ্যমন্ত্রী এইচডি কুমারমস্বামীর ভাগ্য নির্ধারণ। সোমবার চূড়ান্ত নাটকের পর রাতে মুলতুবি করে দেওয়া হয় কর্ণাটক বিধানসভা। কংগ্রেসের দাবি মেনে নিয়ে এদিন মধ্যরাতে অধ্যক্ষ সভাও মুলতুবি করে দেন। মঙ্গলবার সন্ধে ছটার মধ্যে সম্পন্ন হবে আস্থা ভোট।

LIVE কর্ণাটকে পড়ে গেল কুমারস্বামীর সরকার, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারল না কং-জেডিএস জোট


১৬ কংগ্রেস ও জেডিএস বিধায়ক ছাড়াও এক বিএসপি এমএলএ জানিয়েছেন, তাদের দলীয় হাইকমান্ডের নির্দেশে আস্থা ভোটে অংশ নেবেন না তিনি। ফলে আস্থা ভোটে জোটের সদস্য সংখ্যা কমে ১০০। অন্যদিকে বিজেপিকে সমর্থনকারী বিধায়কের সংখ্যা থাকতে পারে ১০৭-এ।

Newest First Oldest First
2:58 PM, 24 Jul

নিজের বাড়ির বাইরে জনসমর্থনে ভাসলেন ইয়েদুরাপ্পা।
10:03 AM, 24 Jul

আজই সরকার গড়ার দাবি পেশ করেত রাজভবনে যেতে পারেন ইয়েদুরাপ্পা
10:03 AM, 24 Jul

তাদের ১০৫ জন সদস্য পাহাড়ের মতো, অমিত শাহকে বললেন ইয়েদুরাপ্পা
9:15 AM, 24 Jul

রাজ্যপালেরও আমন্ত্রণ জানানোর সম্ভাবনা
9:15 AM, 24 Jul

আজ ইয়েদুরাপ্পাকে নেতা নির্বাচিত করতে পারেন বিজেপি বিধায়করা
9:10 PM, 23 Jul

কর্ণাটকের রাজ্যপাল বাজুভাই বালা কুমারস্বামীর ইস্তফাপত্র গ্রহণ করলেন।
9:08 PM, 23 Jul

রাজ্যপাল বাজুভাই বালার কাছে ইস্তফাপত্র জমা দিলেন কুমারস্বামী।
9:07 PM, 23 Jul

বিধানসভা থেকে বেরিয়ে যাচ্ছেন কুমারস্বামী।
9:04 PM, 23 Jul

কুমারস্বামীর সরকার পড়তেই বেঙ্গালুরুর রাস্তায় বিজেপির উচ্ছ্বাস শুরু।
7:41 PM, 23 Jul

আস্থা ভোটে জয়ী হল বিজেপি। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারল না কুমারস্বামীর জোট। বিজেপি পেয়েছে ১০৫টি ভোট, বিরোধীরা পেয়েছে ৯৯টি ভোট।
7:37 PM, 23 Jul

কাগজের মাধ্যমে ভোটাভুটি শেষ হল। এখন তা গোনার প্রক্রিয়া চলছে।
7:32 PM, 23 Jul

আস্থা ভোটের প্রক্রিয়া শুরু করে দিলেন স্পিকার কেআর রমেশ। কতজন বিধানসভায় উপস্থিত রয়েছেন তা গোনার প্রক্রিয়া চলছে।
7:27 PM, 23 Jul

দীর্ঘ টালবাহনার পর অবশেষে কর্ণাটকে আস্থা ভোটের প্রক্রিয়া শুরু হচ্ছে। দীর্ঘ বক্তব্যের পর আস্থা ভোটের পক্ষে সম্মতি দিয়ে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে নামছেন মুখ্যমন্ত্রী কুমারস্বামী।
6:58 PM, 23 Jul

সন্ধ্যাবেলা ৬টার ডেডলাইনও মিস করলেন অধ্যক্ষ কেআর রমেশ। এখনও আস্থা ভোটের সময় জানাতে পারলেন না তিনি।
6:24 PM, 23 Jul

যেভাবে সরকারের বারবার সমালোচনা করা হয়েছে তাতে আমি ব্যথিত। এভাবে মুখ্যমন্ত্রী থাকার কোনও মানে হয় না। বিজেপিকে কড়া আক্রমণ করে বললেন কুমারস্বামী।
6:13 PM, 23 Jul

এরই মাঝে বেঙ্গালুরুতে একটি হোটেলে দুই বিধায়ককে রাখা হয়েছে সেখানে বিক্ষোভ দেখায় কংগ্রেস সমর্থকেরা।
6:07 PM, 23 Jul

বিদ্রোহী বিধায়কদের বাতিল করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী কুমারস্বামী।
6:00 PM, 23 Jul

এবার বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। এদিকে বেঙ্গালুরু শহরে জারি করা হয়েছে ১৪৪ ধারা।
5:45 PM, 23 Jul

কর্ণাটক বিধানসভায় বক্তব্য রাখছেন কে রেভান্না। তাঁর পরে আর কোনও বিধায়কের কথা বলার নেই। ফলে মুখ্যমন্ত্রী কুমারস্বামী বক্তব্য রাখলে তারপরই আস্থা ভোট আয়োজিত হতে পারে।
5:09 PM, 23 Jul

বিজেপি বিধায়কদের ভাঙিয়ে নিয়ে যাচ্ছে তা স্বীকার করতেই হবে গেরুয়া শিবিরকে। সরকার আসবে, যাবে, তবে আমাদের সংবিধানকে বাঁচাতে হবে। বললেন সিদ্দারামাইয়া।
3:09 PM, 23 Jul

আস্থা ভোট নিয়ে বিজেপিকে কড়া আক্রমণ করলেন কংগ্রেস নেতা ডিকে শিবকুমার। বিজেপি বিদ্রোহী বিধায়কদের টোপ দিয়ে রাজ্যের রাজনৈতিক সংষ্কৃতি যেমন নষ্ট করছে, তেমনই বিধায়কদের রাজনৈতিক ভবিষ্যতও নষ্ট করে দিচ্ছে। এমনটাই অভিযোগ শিবকুমারের।
1:57 PM, 23 Jul

নিজের কক্ষে কংগ্রেস নেতাদের সঙ্গে আলোচনা সারছেন স্পিকার। কর্ণাটক আস্থা ভোট নিয়ে নাটক দুপুরের পর কোনদিকে গড়ায় এখন সেটাই দেখার।
1:00 PM, 23 Jul

আশা করি কর্ণাটক বিধানসভার অধ্যক্ষ তাঁর দায়িত্ব বুঝবেন এবং আস্থা ভোট আজই সম্পন্ন করবেন। সুপ্রিম কোর্ট এমনই মন্তব্য করার পর অধ্যক্ষ কেআর রমেশ জানিয়ে দিয়েছেন এদিনই তিনি আস্থা ভোট সম্পন্ন করবেন।
12:14 PM, 23 Jul

বিদ্রোহী বিধায়কেরা চার সপ্তাহ সময় চাইছেন। ফলে আস্থা ভোট চার সপ্তাহ পিছিয়ে দেওয়া হোক। এমনই দাবি জানালেন কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া।
12:13 PM, 23 Jul

এখনও বিধানসভায় এসে পৌঁছননি মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। জেনেবুঝে আস্থা ভোটের প্রক্রিয়া বিলম্বিত করার প্রয়াস চলছে বলে অভিযোগ বিজেপির।
11:49 AM, 23 Jul

সময় পেরিয়ে যাওয়ার পরে ঢুকছেন জোটের বিধায়কেরা। প্রতিবাদে সোচ্চার বিজেপি। কারণ আস্থা ভোটের সময় গড়িয়ে যাচ্ছে। এদিনের মধ্যেই তা সম্পন্ন করার কথা। অথচ আলোচনা শুরুই করা যায়নি।
10:59 AM, 23 Jul

সংখ্যা জোট সরকারের সঙ্গে নেই, বললেন বিজেপি নেত্রী
10:58 AM, 23 Jul

এটাই সরকারের শেষ দিন, বললেন বিজেপি নেতা
10:57 AM, 23 Jul

বিধানসভায় এলেন বিএস ইয়েদুরাপ্পা
10:04 AM, 23 Jul

শাসকদলকে আস্থা ভোটে বেশি সময়, অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া জানালেন স্পিকার
READ MORE

English summary
Final vote in Karnataka assembly floor test on tuesday live
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X