For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাত পোহালেই করোনা ভ্যাকসিনের মহড়া! 'ড্রাই রান'-এর জন্য তৈরি বাংলা সহ গোটা দেশ

Google Oneindia Bengali News

ডিসেম্বরের শেষ লগ্নেই চার রাজ্যে ড্রাই রান বা মহড়া দেওয়া হয়েছিল করোনা ভ্যাকসিনের। এরপরই আশআয় বুক বাঁধতে শুরু করেছিল গোটা দেশ। সেই মতো এদিনই অক্সফওর্ডের করোনা ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। অবশ্য এর আগেই ২ জানুয়ারি দেশজুড়ে করোনা ড্রাই রানের ঘোষণা করা হয়েছিল। সেই শেষ পর্যায়ের পরীক্ষার জন্যে তৈরি এখন গোটা দেশ।

মধ্যমগ্রাম, দত্তাবাদ ও আমডাঙায় টিকার ড্রাই রান

মধ্যমগ্রাম, দত্তাবাদ ও আমডাঙায় টিকার ড্রাই রান

বাংলায় মধ্যমগ্রাম ও দত্তাবাদের উচ্চ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং আমডাঙার গ্রামীণ হাসপাতালে। প্রাথমিক ভাবে ২৫ জনের ওপর এই টিকা প্রয়োগ করা হবে। সকাল ৯টা থেকেই শুরু হয়ে যাবে ড্রাই রানের কাজ। কাদের কীভাবে এই করোনা টিকা প্রথম দেওয়া হবে। টিকাকরণের পর কোনও সমস্যা হলে কীভাবে তার মোকাবিলা হবে, তা দেখে নেওয়া হবে এতে।

৯৬ হাজার কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে

৯৬ হাজার কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে

ইতিমধ্যেই টিকাকরণের জন্য প্রায় ৯৬ হাজার কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে নির্দেশ রয়েছে। ২ জানুয়ারি থেকে প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে করোনা ভ্যাকসিনের ড্রাই রান শুরু করার নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। তাদের পরামর্শ, প্রাথমিকভাবে তিনটি পর্যায়ে রাজ্যেগুলির রাজধানীতে এই কাজ শুরু করা হোক।

ভ্যাকসিন দেওয়া হবে কাদের?

ভ্যাকসিন দেওয়া হবে কাদের?

তবে যে রাজ্যগুলিতে দুর্গম এলাকা রয়েছে সেখানকার জেলাতেও এই ড্রাই রানের আয়োজন করা যেতে পারে। ইতিমধ্যেই কীভাবে ভ্যাকসিন প্রয়োগ করা হবে তা নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে রূপরেখাও তৈরি করে ফেলা হয়েছে। করোনার বিরুদ্ধে যাঁরা একেবারে সামনের সারিতে থেকে লড়াই করছেন, তাঁদেরই আগে ভ্যাকসিন দেওয়া হবে। এরপর ধাপে ধাপে অন্যরাও পাবেন।

English summary
Final preparedness before dry run as Coronavirus vaccine gets green signal from Central Gov
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X