For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩০ নভেম্বর ২০২০ সালের শেষ চন্দ্রগ্রহণ! স্থান, সময় এবং অন্য বিস্তারিত তথ্য

রাত পোহালেই বছরের শেষ চন্দ্রগ্রহণ (lunar eclipse) । কার্তিক মাসের শুক্লপক্ষ বা কার্তিক পূর্ণিমা তিথিতে বছরের চতুর্থ চন্দ্রগ্রহণ হতে চলেছে। এই বছরে এর আগে ১০ জানুয়ারি, ৫ জুন, ৪ জুলাই চন্দ্রগ্রহণ হয়েছে। তবে শেষের এই গ্রহণটি অনেকটাই বেশি স

  • |
Google Oneindia Bengali News

রাত পোহালেই বছরের শেষ চন্দ্রগ্রহণ (lunar eclipse) । কার্তিক মাসের শুক্লপক্ষ বা কার্তিক পূর্ণিমা তিথিতে বছরের চতুর্থ চন্দ্রগ্রহণ হতে চলেছে। এই বছরে এর আগে ১০ জানুয়ারি, ৫ জুন, ৪ জুলাই চন্দ্রগ্রহণ হয়েছে। তবে শেষের এই গ্রহণটি অনেকটাই বেশি সময় ধরে হবে। শাস্ত্র অনুসারে গ্রহণ মানে চন্দ্র ও সূর্যের রাহুগ্রাস।

শুরু হতে চলেছে তৃণমূল বিধায়কদের দলবদল! সময় উল্লেখ করে দাবি মুকুল ঘনিষ্ঠ বিজেপি সাংসদের, জল্পনা চরমেশুরু হতে চলেছে তৃণমূল বিধায়কদের দলবদল! সময় উল্লেখ করে দাবি মুকুল ঘনিষ্ঠ বিজেপি সাংসদের, জল্পনা চরমে

ভারতে চন্দ্রগ্রহণের সময় এবং তারিখ

ভারতে চন্দ্রগ্রহণের সময় এবং তারিখ

এবারের চন্দ্রগ্রহণ স্থায়ী হবে প্রায় চারঘন্টা। ভারতীয় সময় দুপুর ১.০৪-এ গ্রহণ শুরু হবে। যা শীর্ষে থাকবে ৩.১৩-তে। আর শেষ হবে বিকেল ৫.২২-এ।

ভারতে কখন দেখা যাবে

ভারতে কখন দেখা যাবে

ভারতে মহাকাশ নিয়ে যাঁরা উৎসাহী, তাঁদের জন্য খারাপ খবর। তা হতাশারও বটে। কেননা চাঁদ দিগন্তের নিচে থাকবে। তাই চন্দ্রগ্রহণ ভারত সমগ্র অংশ থেকে দেখা যাবে না। তবে ভারতের উত্তর এবং পূর্ব অংশের কোনও কোনও জায়গা থেকে গ্রহণ দেখা যাবে। যে শহরগুলি থেকে চন্দ্রগ্রহণ দেখা যাবে, সেই শহরগুলি হল পাটনা, রাঁচি, কলকাতা, লখনৌ, বারাণসী, ভুবনেশ্ব

বিশ্বের কোন কোনও অংশে দেখা যাবে

বিশ্বের কোন কোনও অংশে দেখা যাবে

চন্দ্রগ্রহণ দেখা যাবে ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, প্যাসিফিক এবং অ্যাটলান্টিক থেকে। পেরুতে এই গ্রহণ দেখা যাবে স্থানীয় সময় রাত ২:৩২-এ।

চন্দ্রগ্রহণ কী এবং ক'প্রকার

চন্দ্রগ্রহণ কী এবং ক'প্রকার

চন্দ্রগ্রহণ হয়, যখন চাঁদ, সূর্য এবং পৃথিবী এক সরল রেখায় চলে আসে। এটি সম্পন্ন হয় যখন চাঁদ পৃথিবীর ছাঁয়ায় চলে আসে। গ্রহণ মূলত, তিন প্রকার হয়। একটি পূর্ণগ্রাস, একটি আংশিক গ্রহণ ও আরেক টি বলয়গ্রাস। ৩০ নভেম্বরের চন্দ্রগ্রহণ বলয়গ্রাসের আওতায় থাকবে।

কার্তিক পূর্ণিমায় চন্দ্রগ্রহণ

কার্তিক পূর্ণিমায় চন্দ্রগ্রহণ

কার্তিক পূর্ণিমা পড়েছে ৩০ নভেম্বর। তবে ২৯ নভেম্বর থেকেই পূর্ণিমার তিথি শুরু হয়েছে। ২৯ নভেম্বর বেলা ১২.৪৭ থেকে শুরু হয়ে তা ৩০ নভেম্বর দুপুর ২.৫৯ পর্যন্ত চলবে। কার্তিক পূর্ণিমার দিন কাশীতে বড়ভাবে উৎসব পালন করা হয়ে থাকে।
তবে এটাই বছরের বছরের শেষ গ্রহণ নয়। বছরের শেষ গ্রহণ হবে সূর্য গ্রহণ। তা হবে ১৪ ডিসেম্বর ।

English summary
Final Lunar Eclipse of 2020, 30 November on Kartik Purnima, place, timings and other details
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X