For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লক্ষ্য লোকসভা! মায়াবতীকে 'শিক্ষা দিতে' পরিকল্পনা তৈরি বিজেপির

লোকসভার দিকে লক্ষ্য রেখে মায়াবতীর সঙ্গে লড়াইয়ে টক্কর দিতে নতুন উদ্যোগ উত্তর প্রদেশ বিজেপির।

  • |
Google Oneindia Bengali News

লোকসভার দিকে লক্ষ্য রেখে মায়াবতীর সঙ্গে লড়াইয়ে টক্কর দিতে নতুন উদ্যোগ উত্তর প্রদেশ বিজেপির। দলিত ভোটকে নিজেদের দিকে টানতে এবার স্বাধীনতা সংগ্রামী উদা দেবীর ১০০ ফুটে মূর্তি তৈরি করতে চায় উত্তরপ্রদেশ বিজেপি।

লক্ষ্য লোকসভা! মায়াবতীকে শিক্ষা দিতে পরিকল্পনা তৈরি বিজেপির

পাসি আইকনের জন্য একটি পার্ক তৈরির পাশাপাশি নেত্রীর স্মরণে উদ্যোগ নিতে চায় বিজেপি। উদা দেবী ১৮৫৭ সালে লখনৌতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে লড়াই করেছিলেন।

উত্তর প্রদেশের রাজধানী লখনৌতে এর আগে দলিত আইকনদের নিয়ে যত স্মৃতি স্তম্ভ এবং পার্ক তৈরি হয়েছে, তার সবই বিএসপি সরকারের সময়ে তৈরি। দলের প্রধান মায়াবতী শহরে নিজের স্ট্যাচুও তৈরি করেছিলেন। এবার শহরে নিজেদের অবস্থান পোক্ত করতে দলিত আইকনের স্মৃতিস্তম্ভ গড়তে চলেছে বিজেপি।

২০১৪-র লোকসভা এবং পরবর্তী কালে ২০১৭-র বিধানসভা নির্বাচনে পাসি সম্প্রদায়ের মধ্যে নিজেদের অবস্থান শক্ত করেছে বিজেপি। রাজ্যে বিজেপির দখলে থাকা ৭১ টি লোকসভা আসনের মধ্যে ৬ ব টি রয়েছে পাসি সম্প্রদায়ের দখলে। অন্যদিকে ৩১০ জন বিধায়কের মধ্যে ২৩ জন বিধায়কও এই সম্প্রদায়ের।

সম্প্রতি দলের তফশিলি জাতি মোর্চার বৈঠকে মোহনলালগঞ্জের সাংসদ কৌশল কিশোর পাসি সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। একইসঙ্গে উদা দেবীর জন্য স্মৃতি স্তম্ভ তৈরি করতে টাকা দান করারও আহ্বান জানান।

কৌশল কিশোর উত্তরপ্রদেশ বিজেপির তফশিলি মোর্চার রাজ্য সভাপতিও বটে। তিনি জানিয়েছেন, স্ট্যাচু তৈরি করা হবে লখনৌতে। সংসদের শীতকালীন অধিবেশন শেষ হলে অনুদান সংগ্রহ অভিযান চালানো হবে। দেশের জন্য প্রাণ দেওয়া উদা দেবীর স্ট্যাচু তৈরি করতে অন্য সম্পরদায়ের মানুষের কাছেও আবেদন জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

কৌশল কিশোর জানিয়েছেন, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে দলিতরা যে রুখে দাঁড়িয়েছিলেন, তাঁর উদাহরণ হলেন উদা দেবী। লখনৌ-এর সিকেন্দার বাগে হওয়া লড়াইয়ে নিজের মৃত্যুর আগে তিন ডজনের বেশি ব্রিটিশ সৈন্যকে তিনি হত্যা করেছিলেন বলে জানিয়েছেন ওই বিজেপি নেতা।

লখনৌ-এর সিকেন্দার বাগে উদা দেবীর একটি ছোট মূর্তি রয়েছে। ১৯৯০-এর দশকে কল্যাণ সিং সরকারের সময়ে এই মূর্তি তৈরি করা হয়েছিল।

রাজ্যের মন্ত্রী সুরেশ পাসি বলেছেন, আগামী লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের ৩৪ টি জেলায় পাসি সম্প্রদায়ের ভোট উল্লেখযোগ্য ভূমিকা নেবে। এর আগে নভেম্বর মাসে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অযোধ্যায় সরযূ নদীর তীরে ভগবান রামের ২২১ ফুটে মূর্তি তৈরির কথা জানিয়েছিলেন।

English summary
In fight for Dalit vote, BJP plans 100-ft statue of Pasi icon Uda Devi in Lucknow
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X