For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই মানেই তা ইসলামের বিরুদ্ধে নয়', স্পষ্ট বার্তা মোদীর

রাজা আবদুল্লা ও মোদী এক সুরে সুর মিলিয়ে জানিয়েছেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়ার অর্থ ইসলামের বা অন্য কোনও ধর্মের বিরুদ্ধে লড়া নয়।

  • |
Google Oneindia Bengali News

জর্ডনের রাজা আবদুল্লা দ্বিতীয়র সঙ্গে দিল্লির হায়দরাবাদ হাউসে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে রাজা আবদুল্লা ও মোদী এক সুরে সুর মিলিয়ে দুই দেশই বিশ্বশান্তির পক্ষে লড়বে বলে অঙ্গীকার করেছেন মোদী। পাশাপাশি তিনি জানিয়েছেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়ার অর্থ ইসলামের বা অন্য কোনও ধর্মের বিরুদ্ধে লড়া নয়।

'সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই মানেই তা ইসলামের বিরুদ্ধে নয়', স্পষ্ট বার্তা মোদীর

মোদী বলেছেন, সন্ত্রাসবাদ বা উগ্রপন্থার বিরুদ্ধে লড়ার অর্থ কোনও ধর্মের বিরুদ্ধে লড়া নয়। সেই শক্তির বিরুদ্ধে লড়া যা যুবসমাজকে ভুলপথে চালিত করছে।

নিজের ভাষণে মোদী বলেছেন, যুব সমাজের উচিত মানবিক ভাবনায় নিজেদের উদ্বুদ্ধ করে আধুনিক বিজ্ঞানকে কাজে লাগাতে। সব বিশ্বাসেই মানবিক বোধ রয়েছে। তাই যুব সমাজকে এগিয়ে এসে আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে হবে।

এদিন 'ইসলামিক হেরিটেজ : প্রোমোটিং আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড মডারেশন' শীর্ষক আলোচনায় মোদী এই ভাষণ দেন। সেখানেই জর্ডনের রাজা উপস্থিত ছিলেন। তিনিও মোদীর সুরে সুর মেলান।

জর্ডনের রাজা বলেন, খবরের কাগজে যা বেরোয় ধর্ম নিয়ে তা মানুষকে আলাদা করছে। আলাদা আলাদা গোষ্ঠী একে অপর সম্পর্কে জানে না। এটা দূরত্ব তৈরি করছে। বিভেদমূলক আচরণ দ্বন্দ্বের অবতারণা করছে বিশ্বজুড়ে।

ব্যবসায়িক প্রতিনিধিদের নিয়ে রাজা আবদুল্লা তিনদিনের ভারত সফরে এসেছেন। তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। প্যালেস্তাইনে যাওয়ার সময় জর্ডন ঘুরে গিয়েছিলেন মোদী। তারপরই সেখানকার রাজা ভারতে এলেন।

English summary
Fight against terror is not a fight against Islam, says PM Modi in Islamic Heritage : Promoting Understanding & Moderation conference
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X