For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পেগাসাস লড়াই! শিবসেনার 'সামনা'য় মমতার প্রশংসা

পেগাসাস লড়াই! শিবসেনার 'সামনা'য় মমতার প্রসংশা

  • |
Google Oneindia Bengali News

বিজেপির সঙ্গে গাঁটছড়া ভাঙার পর থেকেই শিবসেনা তৃণমূল কাছাকাছি এসেছে। উদ্ধব ঠাকরের গলায় যেমন শোনা গিয়েছে মমতার প্রশংসা সেরকমই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রশংসা করেছেন শিবসেনা প্রধানের৷ তবে এবার সরাসরি উদ্দব নয় শিবসেনার মুখপত্র সামনায় প্রকাশিত হল মমতা বন্দ্যোপাধ্যায়ের স্তুতি!

কী লেখা হয়েছে সামনাতে?

কী লেখা হয়েছে সামনাতে?

পেগাসাস ইস্যুতে যে কড়া ভাষায় কেন্দ্রের সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তারই প্রশংসা করা হয়েছে শিবসেনার মুখপত্র সামনা৷ শিবসেনার মুখপত্রে লেখা হয়েছে পেপাসাস ইস্যুতে মমতা যা পদক্ষেপ নিয়েছেন তা কেন্দ্র সরকারের করা উচিৎ ছিল। মোদী সরকার মানুষের ব্যক্তিগত গোপনীয়তার অধিকারকে বুড়ো আঙুল দেখাচ্ছে৷ এবং ব্যক্তিগত জীবনেও নজদারি চালাচ্ছে৷ সংসদে পেগাসাসের বিষয়ে আলোচনার অনুমতি দিচ্ছে না৷

পেগাসাস স্পাইওয়ার ইস্যু!

পেগাসাস স্পাইওয়ার ইস্যু!

পেগাসাস স্পাইওয়ার ইস্যুতে এই মুহূর্তে ভারতের রাজনীতি আলোড়িত৷ দুই কেন্দ্রীয় মন্ত্রী সহ একাধিক বিরোধীনেতার সেলফোনে পেগাসাস স্পাইওয়ার থাকার সম্ভাবনা এবং তার মাধ্যমে তথ্য চুরির অভিযোগ উঠছে৷ এই পেগাসাসের শিকার রাজনৈতিক ব্যক্তিত্বদের নামের তালিকায় রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

আরও কী বলছে সামনা?

আরও কী বলছে সামনা?

শিবসেনা মুখপত্রের বক্তব্য মানুষের ব্যক্তিগত জীবনে আড়িপাতা ভয়ঙ্কর অপরাধ। এই ঘটনার পেছনে কারা জড়িয়ে, কাদের নির্দেশে দেশের মানুষের সেলফোনে আড়িপাতার জন্য ইজরায়েলি স্পাই সফটওয়্যার ঢোকানো হয়েছিল তা সেটা দেশের মানুষের জানা উচিত৷

পেগাসাস তদন্ত কমিটি গঠন করেছেন মমতা!

পেগাসাস তদন্ত কমিটি গঠন করেছেন মমতা!

দু'জন বিচারপতি কে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটি পেগাসাস তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছেন৷ এই পদক্ষেপকে অত্যন্ত সাহসী সিদ্ধান্ত বলে প্রশংসা করেছে সামনা৷ প্রসঙ্গত তিনদিনের সফরে দিল্লিতে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা করছেন কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধী, আপ প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবালের সহ বিজেপিবিরোধী রাজনৈতিক দলগুলির শীর্ষ নেতৃত্বের সঙ্গে৷ এরকম সময় আর একটি বিজেপিবিরোধী দল শিবসেনার মুখপত্রে মমতার প্রশংসা ইতিবাচক বলেই মনে করছে তৃণমূল।

English summary
Shiv Sena's 'Samanaya' praises WB CM Mamata Bandopadhyay's efforts in Pegasus spying issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X