For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশে ১৮–৪৫ বছর বয়সীদের টিকাকরণ শুরু হোক, সরকারকে আর্জি বণিকসভা ফিকির

দেশে ১৮–৪৫ বছর বয়সীদের টিকাকরণ শুরু হোক

Google Oneindia Bengali News

ভারতে করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভ শুরু হয়ে গিয়েছে। দৈনিক সংক্রমণে রেকর্ড গড়ছে এই দেশ। এরই মাঝে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (‌ফিকি)‌ সরকারকে আর্জি জানিয়েছেন যে ১৮–৪৫ বছর বয়সী নাগরিকদের জন্য টিকাকরণ কর্মসূচি চালু করা হোক। বর্তমানে ৪৫ বছরের ঊর্ধ্বে নাগরিকরা কোভিড–১৯ ভ্যাকসিন নেওয়ার অগ্রাধিকার পাচ্ছেন।

সুপার–স্প্রেডার ১৮–৪৫ বছর

সুপার–স্প্রেডার ১৮–৪৫ বছর

ফিকির সভাপতি উদয় শঙ্কর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধনকে চিঠি লিখে আর্জি জানিয়েছেন যে দেশজুড়ে কোভিড-১৯ টেস্টের বন্দোবস্ত করুক সরকার। উদয় শঙ্কর জানিয়েছেন, ১৮-৪৫ বছরের বয়সের নাগরিকরাই দেশে কোভিড-১৯ সংক্রমণের ক্ষেত্রে সুপার-স্প্রেডারের কাজ করছে।

 টিকাকরণের আর্জি

টিকাকরণের আর্জি

চিঠিতে তিনি বলেন, '‌তামিলনাড়ুতে সম্প্রতি হওয়া এক সমীক্ষাতে দেখা গিয়েছে যে করোনা ভাইরাস কেসের ৫১ শতাংশই এই ১৮-৪৫ বছর বয়সের গোষ্ঠী। ভ্যাকসিনের ঘাটতি নেই এবং বেসরকারি ক্ষেত্রকে এই টিকাকরণের বিষয়ে জড়িয়ে নেওয়ার এটি একটি দারুণ সুযোগ। আমরা আর্জি জানাচ্ছি যে এই বয়সের গোষ্ঠীকে টিকাকরণ করিয়ে সংক্রমণের চেইনকে ভাঙা হোক এবং দেশের সংক্রমণের তীব্রতাকে হ্রাস করা হোক।'‌

 নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানোর আর্জি

নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানোর আর্জি

দেশের ওষুধ নিয়ামক সংস্থা ভারত বায়োটেকের কোভ্যাকসিন ও অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড এই দু'‌টি কোভিড ভ্যাকসিনকে দেশের জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে। চিঠিতে ফিকির সভাপতি এও জানিয়েছে যে দেশে বর্তমানে দৈনিক ১১ লক্ষ নমুনার পরীক্ষা হচ্ছে যা জানুয়ারিতে ছিল দৈনিক ১৫ লক্ষ। তিনি জানান যে দেশে ২,৪৪০টি ল্যাব রয়েছে, যার মধ্যে ১২০০টি বেসরকারি ল্যাব, সুতরাং করোনা টেস্টের নমুনা পরীক্ষা আরও বৃদ্ধি হওয়া দরকার দেশে।

 দেশের করোনা পরিস্থিতি

দেশের করোনা পরিস্থিতি

সোমবারর দেশে দৈনিক করোনা সংক্রমণ ১ লক্ষের বেশি হওয়ার পর গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা কেস ধরা পড়েছে ৯৬,৯৮২টি। ফিকির মতো আএমএও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে ১৮ বছরের বেশি বয়সের নাগরিকদের ওর টিকাকরণ শুরু করে দেওয়ার আর্জি জানিয়েছেন।

বাংলায় তৃতীয় দফার ভোট চলাকালীন ৮ রিটার্নিং অফিসার অপসারিত, কড়া কমিশনবাংলায় তৃতীয় দফার ভোট চলাকালীন ৮ রিটার্নিং অফিসার অপসারিত, কড়া কমিশন

English summary
ficci urges centre to open up covid 19 vaccination for 18 to 45 years age group
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X