For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ধর্ষিতার মত লাগছে নিজেকে', ঘুষকাণ্ডে বিধানসভার স্পিকারের মন্তব্যে তোলপাড়

'নিজেকে ধর্ষিতার মত লাগছে', এভাবেই ঘুষ কাণ্ড ঘিরে তোলপাড় হওয়া কন্নড় রাজনীতি প্রসঙ্গে নিজের অবস্থান বোঝালেন কর্ণাটকের বিধানসভার স্পিকার কে আর রমেশ কুমার।

  • |
Google Oneindia Bengali News

'নিজেকে ধর্ষিতার মত লাগছে', এভাবেই ঘুষ কাণ্ড ঘিরে তোলপাড় হওয়া কন্নড় রাজনীতি প্রসঙ্গে নিজের অবস্থান বোঝালেন কর্ণাটকের বিধানসভার স্পিকার কে আর রমেশ কুমার। উল্লেখ্য, কর্ণাটকে ঘুষকাণ্ডের সঙ্গে জড়িত একটি অডিও টেপ নিয়ে বহুবার প্রশ্নের মুখে পড়েছেন স্পিকার । আর সেই প্রেক্ষাপটেই 'বহুবার প্রশ্নের মুখে পড়া' বিষয়টি নিয়ে এমন বিতর্কিত মন্তব্য করেন তিনি।

ধর্ষিতার মত লাগছে নিজেকে, ঘুষকাণ্ডে বিধানসভার স্পিকারের মন্তব্যে তোলপাড়

উল্লেখ্য, স্পিকারের বিরুদ্ধে ঘুষকাণ্ডে একাধিক অভিযোগ রয়েছে। আর সেই জন্যই বিভিন্ন ধরনের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাঁকে। মঙ্গলবার স্পিকার বলেন, ' আমার পরিস্থিতি খানিকটা ধর্ষিতার মত, যেমন তাঁদের বার বার একই প্রশ্ন করা হয় একটি ঘটনা নিয়ে, ঠিক তেমনই ।' একজন দায়িত্বশীল রাজনীতিবিদের কাছ থেকে এই ধরনের ঘৃম্য মন্তব্য নিয়ে তোলপাড় কন্নড় রাজনীতি।

প্রসঙ্গত, কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী জানিয়েছেন, বিপক্ষ বিজেপির তরফে শাসকদলের একাধিক বিধায়ককে অর্থের টোপপ দিয়ে জোট সরকার থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। সেই সম্পর্কে একটি অডিও টেপও প্রকাশ্যে আসে। গোটা বিষয়টি নিয়ে তোলপাড় হয়ে চলেছে দক্ষীণী রাজনীতি। এদিকে, কর্ণাটকের মুখ্যমন্ত্রীর তরফে বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কর্ণাটকের মুখ্যমন্ত্রীকে তদন্তের জন্য 'সিট' গঠনের পরামর্শ দেন বিধানসভার স্পিকার। যিনি আবেগঘনভাবে বিধানসভায় বক্তব্য পেশ করতে গিয়ে এক বিতর্কিত মন্তব্য করে বসেন।

এদিকে, কর্ণাটকের মুখ্যমন্ত্রীর তরফে এই 'সিট' গঠনের বিষয়টিকে মোটেও ভালোভাবে নিচ্ছেনা পদ্ম শিবির। বিজেপির তরফে ইয়েদুরাপ্পার দাবি, সিট গঠিত হলেও তা রাজ্যসরকারের আওতায় থাকবে। ফলে তদন্ত সঠিকভাবে হবে না। উল্লেখ্য, বি এস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে ৫০ কোটি টাকার ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে। বেশ কিছুদিন ধরেই কর্ণাটক বিধানসভা নিয়ে ঘোড়া কেনাবেচার খেলা চলছে বলে খবর। জেডিএস-কংগ্রেস জোট ও বিজেপির মধ্যে এই বিষয়ে তোপ পাল্টা তোপের খেলা অখনও অব্যাহত।

English summary
Karnataka assembly speaker KR Ramesh Kumar compared himself to a "rape survivor" having to undergo repeated questioning as he referred to repeated charges against him being part of the controversial audio tapes, over which government has announced a special investigative team or an SIT.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X