For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতা নয়, প্রধানমন্ত্রী পদে ১৯৯৬-এর ফর্মুলা অনুসরণ! দৌত্য শুরু মুখ্যমন্ত্রীর 'বিশ্বস্ত' নেতার

ভোটের পর কেন্দ্রে অকংগ্রেসি, অবিজেপি সরকার। যার প্রধানমন্ত্রী হবেন দক্ষিণ ভারত থেকে। এইরকমই ইচ্ছা নিয়ে দৌত্য শুরু করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।

Google Oneindia Bengali News

ভোটের পর কেন্দ্রে অকংগ্রেসি, অবিজেপি সরকার। যার প্রধানমন্ত্রী হবেন দক্ষিণ ভারত থেকে। এইরকমই ইচ্ছা নিয়ে দৌত্য শুরু করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী
কে চন্দ্রশেখর রাও। ইতিমধ্যেই তিনি দক্ষিণের একাধিক রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠকও সেরে ফেলেছেন।

প্রধানমন্ত্রী পদে ১৯৯৬-এর ফর্মুলা

প্রধানমন্ত্রী পদে ১৯৯৬-এর ফর্মুলা

কে চন্দ্রশেখর রাও, সোমবার বিকেলে দেখা করেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে। সেখানে তিনি ১৯৯৬-এর ফর্মুলা অনুসরণ করে, অবিজেপি, অকংগ্রেস সরকার তৈরির ব্যাপারে আলোচনা করেছেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী সেখানে কোন নাম না করলেও, দক্ষিণ ভারত থেকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব দিয়েছেন কেসিআর। কেরলের মুখ্যমন্ত্রী বিজয়ন জানিয়েছেন, ২৩ মের পরে তাদের দলের কেন্দ্রীয় নেতৃত্ব এবিষয়ে আলোচনা করবে। এবারই প্রথম বামেদের কাছে গেলেন কেসিআর।

কেসিআর-এর দৌত্য

কেসিআর-এর দৌত্য

গত বেশ কয়েকবছর ধরেই তৃতীয় ফ্রন্ট তৈরির ব্যাপারে একেবারে সামনের সারিতে রয়েছেন। ইতিমধ্যেই তিনি কর্নাটকে কংগ্রেসের সমর্থনে তৈরি হওয়া সরকারের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর সঙ্গেল কথা বলেছেন। কথা বলেছেন ডিএমকে নেতা এমকে স্ট্যালিনের সঙ্গেই। দুজনের মুখোমুখি কথা হবে ১৩ মে। সূত্রের খবর, কেসিআর-এর মূল্যায়ন অনুযায়ী, এবার বিজেপি কিংবা কংগ্রেস কেউই তাদের বর্তমান সঙ্গীদের নিয়ে সরকার গড়ার মতো সংখ্যায় পৌঁছতে পারবে না।

কেসিআর-এর ভবিষ্যত পরিকল্পনা

কেসিআর-এর ভবিষ্যত পরিকল্পনা

ডিএমকে নেতা এমকে স্ট্যালিনের সঙ্গে বৈঠকের পর কেসিআর তার প্রস্তাব নিয়ে উত্তর এবং পূর্ব ভারতেও যেতে পারেন বলে জানা গিয়েছে। গত বছরে কেসিআর
উত্তর ও পূর্বভারতের রাজ্যগুলিতে গিয়েছিলেন। দেখা করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে।

ফেলে আসা দিনে কেসিআর-এর কাজের নমুনা

ফেলে আসা দিনে কেসিআর-এর কাজের নমুনা

নিজেকে বর্তমান সময়ে বিজেপি ও কংগ্রেসের থেকে সমদূরত্বে রাখার চেষ্টা করলেও, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে শাসকদলের পিছনেই দাঁড়াতে দেখা
গিয়েছে। বিভিন্ন ইস্যুতে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও সমর্থন করেছেন।

[আরও পড়ুন:ইভিএম যাচাই মামলায় ব্যাকফুটে বিরোধীরা, 'সুপ্রিম' বার্তায় যা জানানো হল][আরও পড়ুন:ইভিএম যাচাই মামলায় ব্যাকফুটে বিরোধীরা, 'সুপ্রিম' বার্তায় যা জানানো হল]

কংগ্রেসের বিরোধিতা

কংগ্রেসের বিরোধিতা

কংগ্রেসের তরফ থেকে অবশ্য কেসিআর-এর দৌত্যের বিরোধিতা করা হয়েছে। তাদের মতে বিজেপির বি টিম হল তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি। কেসিআর-এর
চেষ্টা কেবলমাত্র বিজেপিকেই সাহায্য করবে, মত কংগ্রেসের।

[আরও পড়ুন: প্রধানমন্ত্রী পদে মায়াবতী না মমতা! নিজের অবস্থান জানালেন অখিলেশ][আরও পড়ুন: প্রধানমন্ত্রী পদে মায়াবতী না মমতা! নিজের অবস্থান জানালেন অখিলেশ]

English summary
A Prime Minister from south India in a non-BJP, non-Congress arrangement at the centre is Telangana Chief Minister K Chandrashekar Rao's mission, say sources
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X