For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের হামলার ভয়ে জনবহুল এলাকায় গা ঢাকা দিচ্ছে জইশ জঙ্গিরা

পুলওয়ামায় জঙ্গি হামলার পরে দেশের সেনা আক্রমণাত্মক হয়ে রয়েছে। যেকোনও ধরনের অপারেশনের জন্য তাঁরা তৈরি।

  • |
Google Oneindia Bengali News

পুলওয়ামায় জঙ্গি হামলার পরে দেশের সেনা আক্রমণাত্মক হয়ে রয়েছে। যেকোনও ধরনের অপারেশনের জন্য তাঁরা তৈরি। ৪৯ জন সিআরপিএফ জওয়ান শহিদ হয়েছেন। যার বদলা ভারত নেবে সেটাই মনে করছে আমজনতা। যা নিয়ে ভয় ধরেছে পাকিস্তানের জঙ্গিদের মনেও। জইশ জঙ্গিরা তাই নিজেদের আশ্রয় ছেড়ে জনবহুল এলাকায় গিয়ে আশ্রয় নিচ্ছে।

ভারতের হামলার ভয়ে জনবহুল এলাকায় গা ঢাকা দিচ্ছে জইশ জঙ্গিরা

পুলওয়ামায় সেনা-জঙ্গি এনকাউন্টার চলেছে কনভয়ে হামলার পরও। আর সেগুলি সবই জবহুল এলাকা। সূত্রের খবর, আমজনতাকে ঢাল হিসাবে জঙ্গিরা ব্যবহার করছে। গুলির লড়াইয়ে আরও পাঁচজন শহিদ হয়েছেন।

এর পাশাপাশি পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড আবদুল রশিদ গাজিকেও এনকাউন্টারে খতম করা গিয়েছে বলে খবর। একটি বাড়িতে দুজন জঙ্গিকে ঘিরে ফেলে সেনা। তারপরে বাড়িটি উড়িয়ে দেয়।

পাকিস্তানি সেনাও সীমান্তে কড়া প্রহরায় রয়েছে। ভারতের হামলার ভয়ে রাতের ঘুম ছুটেছে পাকিস্তানের সেনার। হাই অপারেশনাল অ্যালার্ট জারি করা হয়েছে।

এদিকে ভারতীয় সেনা সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন ও অন্যান্যদের কাশ্মীর ইস্যু নিয়ে সেনা আপডেট দিয়ে চলেছে।

English summary
Fearing Indian retaliation, JeM moves hideouts to populated areas
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X