পুলওয়ামা হামলার পর ফের শ্রীনগর হাইওয়েতে জঙ্গি হামলার আশঙ্কা! জারি নিষেধাজ্ঞা
পুলওয়ামা কাণ্ডের পর ফের শ্রীনগর হাইওয়েতে জঙ্গি হামলার আশঙ্কা। গাড়ি চলাচলে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। শ্রীনগরে বন্ধ ইন্টারনেট পরিষেবা। রবিবার জম্মু ও কাশ্মীরে সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। জঙ্গি হামলার আশঙ্কায় হাই অ্যালার্ট জারি করার খবর পাওয়া গিয়েছে।

রবিবার জম্মুতে সভা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে বাটওয়ারা ও টাট্টু গ্রাউন্ডে বাড়ানো হয়েছে নিরাপত্তা। রাজ্যে জারি করা হয়েছে হাই অ্যালার্ট।
[আরও পড়ুন:রামনবমীতে 'মত্ত' মমতার পুলিশ! খাকি উর্দিতে লাঠি খেলা নিয়ে প্রশ্ন]
সূত্রের খবর অনুযায়ী, শ্রীনগর হাইওয়েতে বড় জঙ্গি হামলার আশঙ্কা দেখা দিয়েছে। বলা হয়েছে বাইকে করে গিয়ে হামলা চালাতে পারে আত্মঘাতী জঙ্গিরা । নিষেধাজ্ঞায় বলা হয়েছে সকাল ৭ টা থেকে ৮ টার মধ্যে শ্রীনগর হাইওয়েতে হামলা চালাতে পারে জঙ্গিরা। সকাল নটা পরপর্যন্ত শ্রীনগর হাইওয়েতে সেনা কনভয়ে নিষেধাজ্ঞা জারি করা
হয়েছে। অন্য গাড়ি চলাচলেও রয়েছে নিষেধাজ্ঞা।
[আরও পড়ুন:নেপালে এয়ারপোর্টে ভেঙে পড়ল বিমান, দুর্ঘটনায় মৃত ২, আহত ৫]
[আরও পড়ুন:লোকসভা নির্বাচনের সমস্ত খবর পেতে ক্লিক করুন এখানে]