নতুন করে বাড়ানো হল ফাস্ট্যাগের সময়সীমা, জেনে নিন বিস্তারিত
দেশের সমস্ত জাতীয় সড়কের টোল প্লাজাগুলিকে ১০০ শতাংশ ক্যাশলেস করতে বৈদ্যুতিন টোল সংগ্রহের জন্য ১ ডিসেম্বর থেকে ফাস্ট্যাগ চালু করার কথা ঘোষণা করেছিল জাতীয় সড়ক ও পরিবহণ মন্ত্রক৷ তবে, শুক্রবার সেই সময়সীমা আরও দুই সপ্তাহ বাড়াল মন্ত্রক৷ জানা গিয়েছে, ১৫ ডিসেম্বর পর্যন্ত বাধ্যতামূলক এই ফাস্ট্যাগের সময়সীমা বাড়ানো হয়েছে৷

বিজ্ঞপ্তি জারি
শুক্রবারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, "এখনও বহু মানুষ এই ট্যাগ লাগিয়ে উঠতে পারেননি। তাঁদের কথা মাথায় রেখেই ১৫ দিন সময়সীমা আরও বাড়ানো হল।" নির্দেশ অনুযায়ী, নির্দিষ্ট সময়সীমার মধ্যে কোনও গাড়িতে ফাস্ট্যাগ না থাকলে গাড়ির চালককে দ্বিগুণ টোল ট্যাক্স দিতে হবে।

সব ধরনের গাড়িতেই লাগাতে হবে ট্যাগ
ব্যক্তিগত ও বাণিজ্যিক দুই ধরনের গাড়িতেই এবার থেকে লাগাতে হবে এই ট্যাগ৷ অন্যথায় জরিমানা হবে৷ গাড়ির উইন্ড স্ক্রিনে ফাস্ট্যাগ স্টিকার সাঁটা থাকলে সেটির কিউআর কোড স্ক্যান করে অনলাইনে টোল বাবদ টাকা কেটে নেওয়া হবে৷ ফলে নগদে লেনদেন হবে না।

রেডিও ফ্রিকুয়েন্সি আইডেন্টিফিকেশন টেকনোলজি থাকবে স্টিকারে
ফাস্ট্যাগের স্টিকারে থাকবে রেডিও ফ্রিকুয়েন্সি আইডেন্টিফিকেশন টেকনোলজি৷ এর সঙ্গে যুক্ত প্রিপেইড অ্যাকাউন্ট থেকে সরাসরি টোল কর দেওয়া যাবে৷ এর সাহায্যে খুব সহজেই অনলাইনে টাকা দিয়ে প্লাজাগুলি পেরোতে পারবেন সকলে৷ একবার টোল পার হলে, গাড়ির মালিক টাকা কেটে নেবার এসএমএস পাবেন।

যানজট দূর করতে এই ফাস্ট্যাগ
টোল প্লাজাগুলিতে যানজট দূর করতে ও নগদহীন টাকা প্রদানের মাধ্যমে দেশব্যাপী বৈদ্যুতিন টোল সংগ্রহ পরিষেবা শুরু করতেই এই ফাস্ট্যাগ৷ এটি ব্যবহার করে টাকা দিলে গ্রাহকরা বা গাড়ির মালিকরা ১০ শতাংশ ক্যাশব্যাকও পেতে পারেন৷ যদি ফাস্ট্যাগ সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকে তাহলে ব্যালান্স কমে যাবার পর স্বয়ংক্রিয় ভাবে অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে। একটি ফাস্ট্যাগের মেয়াদ পাঁচ বছর এবং প্রয়োজন মত এটি রিচার্জ করা যাবে।