For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ভারত মাতা কী জয়' স্লোগান দেওয়ায় কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হেনস্থা

দিল্লিতে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মরণসভায় 'ভারত মাতা কী জয়' স্লোগান দেওয়ায় নিজের রাজ্য কাশ্মীরে হেনস্থার মুখে পড়তে হল সেরাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে।

  • |
Google Oneindia Bengali News

দিল্লিতে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মরণসভায় 'ভারত মাতা কী জয়' স্লোগান দেওয়ায় নিজের রাজ্য কাশ্মীরে হেনস্থার মুখে পড়তে হল সেরাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে। এদিন ইদের সকালে কাশ্মীরের এক মসজিদে প্রার্থনায় গেলে আবদুল্লাকে হেনস্থা করে একদল দুষ্কৃতী।

ভারত মাতা কী জয় স্লোগান দেওয়ায় কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হেনস্থা

ঘটনায় হেনস্থাকারীদের পাল্টা আবদুল্লা জিজ্ঞাসা করেন, আমরা কি ভারতবর্ষের বাসিন্দা নই? আমরা কি পাকিস্তানের অংশ? একেবারেই না। আমাদের ভারতে বাঁচতে হবে ও এদেশেই মরতে হবে। স্পষ্ট জবাব দিয়েছেন তিনি।

ন্যাশনাল কনফারেন্সের প্রেসিডেন্ট ফারুক আবদুল্লা বলেছেন, কাশ্মীরিরা বিশ্বাসঘাতক নয়। ভারতবর্ষেরই অংশ। তাঁদেরও এদেশে মাথা তুলে বাঁচার অধিকার রয়েছে। গত তিন দশক ধরে আমরা এই অবস্থা দেখে আসছি। ভারত এগিয়ে চলেছে। আর আমরা কাশ্মীরিরা ক্রমশ পিছিয়ে চলেছি।

আবদুল্লাকে সপ্তদশ শতকে তৈরি হজরতবল মসজিদে হেনস্থার শিকার হতে হয়েছে। কারণ ২দিন আগে দিল্লিতে তিনি প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর শোকসভায় সভায় ভারত মাতা কি জয় বলেছিলেন। এদিনের ঘটনার পরও আবদুল্লা ইদের প্রার্থনা সম্পূর্ণ করেন।

এদিন শুধু আবদুল্লাকে হেনস্থা করাই নয়, গো ব্যাক স্লোগানও দেওয়া হয়। আবার 'হাম কেয়া চাহতে, আজাদি' স্লোগানও ওঠে। একদল আবদুল্লার দিকে এগিয়ে এলে আর একদল মানববন্ধন তৈরি করে তাঁকে বাঁচায়। পরে আবদুল্লা বলেছেন, কিছু মানুষের বিরোধে আমি পালিয়ে যাব না। কাশ্মীরের মানুষের জন্য লড়াই করব।

English summary
Farooq Abdullah heckled in Kashmir during Eid prayers for ‘Bharat Mata Ki Jai’ slogan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X