For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আত্মহত্যা করা কৃষকরা ভীতু, অপরাধী', বিতর্কিত মন্তব্য হরিয়ানা কৃষিমন্ত্রীর

  • |
Google Oneindia Bengali News

চণ্ডীগড়, ২৯ এপ্রিল : দিল্লিতে আম আদমি পার্টির সভায় আত্মহত্যা করেছেন রাজস্থানের কৃষক গজেন্দ্র সিং। এই নিয়ে গত কয়েদিন ধরে ঝড় বয়ে গিয়েছে সারা দেশে।

ফসলের দাম না পেয়ে কৃষক আত্মহত্যার ঘটনায় প্রায় সব রাজ্যই নড়েচড়ে বসেছে। কেন্দ্রীয় সরকারও আগামিদিনে এরকম ঘটনা যাতে না হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছে। নিত্যদিন কৃষক ইস্যু ও জমি অধিগ্রহণ অর্ডিন্যান্স নিয়ে কেন্দ্রের মোদী সরকারকে তুলোধোনা করছে কংগ্রেস সহ বিরোধী দলেরা।

'আত্মহত্যা করা কৃষকরা ভীতু, অপরাধী', বিতর্কিত মন্তব্য হরিয়ানা কৃষিমন্ত্রীর


তবে কৃষক আত্মহত্যার মতো স্পর্শকাতর বিষয়ও নরম করতে পারেনি হরিয়ানার কৃষিমন্ত্রী ওমপ্রকাশ ধানকরকে। তাঁকে এব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বিরক্তির সুরে জানিয়েছেন, যে সকল কৃষকরা আত্মহত্যা করেছেন তাঁরা ভীতু। এখানেই না থেমে অসহায় কৃষকদের তিনি অপরাধী বলেছেন। হরিয়ানায় কোনও কৃষক আত্মহত্যা করলে সরকার তাঁদের পাশে দাঁড়াবে না বলেও জানিয়েছেন মন্ত্রীমশাই।

তাঁর বক্তব্যের সমর্থনে তিনি জানিয়েছেন, আত্মহত্যা করা ব্যক্তিরা নিজেদের দায়িত্ব-কর্তব্য থেকে পালিয়ে বাঁচতেই এই পদক্ষেপ গ্রহণ করে। ফলে হরিয়ানা সরকার তাদের পাশে কোনওভাবেই দাঁড়াবে না বলে বিধান দিয়েছেন হরিয়ানার কৃষিমন্ত্রী।

যন্তরমন্তরে সরকারের জমি অধিগ্রহণ বিলের বিরোধিতায় সভার আয়োজন করেছিল আম আদমি পার্টি। আর সেই সভাতেই গাছে চড়ে সেখান থেকে গলায় গামছার ফাঁস দিয়ে ঝুলে পড়ে আত্মহত্যা করেন এক কৃষক। ২৫ মিনিট ধরে গজেন্দ্র গাছের উপর বসে ছিলেন, কোনও আপকর্মী বা পুলিশকর্মী তাঁকে সেখান থেকে নামিয়ে আনার কোনও উদ্যোগই নেননি। দিল্লি পুলিশ এফআইআর-এ জানিয়েছে আপ কর্মীরা গজেন্দ্রকে বাঁচানোর ক্ষেত্রে কোনও সহযোগিতা করেননি। বরং হাততালি দিয়ে সিটি বাজিয়ে গজেন্দ্রকে এই কাজের জন্য উষ্কানি দিয়েছেন।

English summary
Farmers who commit suicide are cowards, criminals: Haryana Minister
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X