নরমে-গরমে কৃষকদের দমাতে চান শাহ! কেন্দ্রের 'শেষ দেখার' ডাক আন্দোলকারীদের
দু'দিনের কর্নাটক সফরে গিয়ে নতুন কৃষি আইনের পক্ষে সওয়াল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ তিনি বলেন, এই আইনে কৃষকদের আয় বহু গুণ বৃদ্ধি পাবে৷ নরেন্দ্র মোদীর সরকার কৃষকদের উন্নতির স্বার্থে কাজ করছে বলেও জানান তিনি৷ পাশাপাশি কৃষকদের উসকে দেওয়ার অভিযোগে কংগ্রেসকে আক্রমণ করতেও ছাড়েননি৷ যদিও অমিত শাহের এই বক্তব্যেও মন গলছে না আন্দোলনরত কৃষকদের। কৃষকদের পাল্টা দাবি, প্রয়োজনে ২০২৪ সাল পর্যন্ত তারা দিল্লিতে অবস্থান করতে প্রস্তুত।


'কৃষকদের উন্নতির স্বার্থে কাজ করতে বদ্ধপরিকর সরকার'
রবিবার বাগালকোটের জওহরলাল নেহরু মেডিকেল কলেজের মাঠে ওই জনসভায় অমিত শাহ বলেন, 'নরেন্দ্র মোদীর সরকার কৃষকদের উন্নতির স্বার্থে কাজ করতে বদ্ধপরিকর৷ তিনটি কৃষি আইন কৃষকদের আয় বহু গুণ বাড়াতে সাহায্য় করবে৷' এদিন এরপর কংগ্রেসকেও কৃষি আইন ইস্যুতে দ্বিচারিতা করার জন্যে আক্রমণ করেন অমিত শাহ।

কংগ্রেসকে নিশানা
কংগ্রেসকে নিশানা করে অমিত শাহ বলেন, 'যে সব কংগ্রেস নেতা কৃষকদের স্বার্থে কথা বলছেন তাঁদের আমি জিজ্ঞাসা করতে চাই, যখন আপনারা ক্ষমতায় ছিলেন, কেন আপনারা কৃষকদের বছরে ৬ হাজার টাকা করে দিলেন না? কেনই বা প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা তৈরি করেননি? কারণ আপনাদের উদ্দেশ্য় সঠিক ছিল না৷'

কিমিটি ঘিরে বিড়ম্বনা
গত বছর ২৬ নভেম্বর থেকে দিল্লির সীমানায় চলা কৃষকদের আন্দোলনের জেরে সুপ্রিম কোর্ট নতুন কৃষি আইনে স্থগিতাদেশ জারি করেছে৷ চার সদস্য়ের একটি কমিটি গঠন করে কৃষকদের সঙ্গে আলোচনা করে দু'মাসের মধ্য়ে রিপোর্ট দিতে বলে শীর্ষ আদালত৷ তবে আন্দোলনকারী কৃষক সংগঠনগুলি সেই কমিটির সঙ্গে আলোচনায় বসতে অস্বীকার করেছে৷ তাদের দাবি, কমিটির সব সদস্য়ই নতুন কৃষি আইনের পক্ষে রয়েছেন৷ তাই তাদের অভিযোগ বিশেষ গুরুত্বই পাবে না৷ এই পরিস্থিতিতে কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্য়ে এক সদস্য় তাঁর নাম প্রত্য়াহার করে নিয়েছেন৷