প্রজাতন্ত্র দিবসে ট্র্যাক্টর ব়্যালির অনুমতি নিয়ে কৃষকদের তরফে এল বড় বার্তা
প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্র্যাক্টর ব়্যালি নিয়ে গত কয়েক দিনে জল বহুদূর পর্যন্ত গড়িয়েছে । এরপর কৃষক সংগঠনের তরফে দাবি করা হয়েছে যে এই ব়্যালির অনুমতি দিয়েছে দিল্লি পুলিশ। ফলে নিশ্চিতভাবেই এই ব়্যালি হচ্ছে বলে জানান তাঁরা। ৫ টি রুটে ৬০ কিলোমিটার রাস্তায় এই ব়্যালি চলবে বলে খবর।

কৃষক সংগঠনগুলির দাবি, এই ট্র্যাক্টর ব়্যালি নিয়ে তারা দিল্লি পুলিশের কাছ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র পেয়েছেন। এদিকে, দিল্লি পুলিশের দাবি, যেহেতেু বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই কৃষকদের ব়্যালির রুট সম্পর্কে অবহিত হয়ে তবেই তার ছাড়প্তর দেওয়া হবে। এছাড়াও যে গাড়িগুলি বের হবে, তার সম্পর্কে সম্পূর্ণ তথ্য , গাড়ির মালিকদের সম্পর্কে সমস্ত রকমের খবর, নিয়ে তবেই এই ছাড়পত্র আসবে বলে দিল্লি পুলিশ জানিয়েছে।

এদিকে, গোয়েন্দা সূত্রে পুলিশের কাছে খবর প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লির রাস্তায় ১ লাখ ট্র্যাক্টরের ব়্যালি বের হতে পারে বলে খবর। তাতে প্রজাতন্ত্র দিবসের তাল কাটতে পারে বলেও একাদিক মহলের আশঙ্কা। তবে কৃষকদের সংগঠন জানিয়েছে, তারা নিয়ম মেনেই ২৬ জানুয়ারির ট্র্যাক্টর ব়্যালিকে এগিয়ে নিয়ে যাবেন।