For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্তব্ধ হবে দেশ, আরও জোরদার আন্দোলন! ভারত বনধের ডাক প্রতিবাদী কৃষকদের

Google Oneindia Bengali News

শনিবার ফের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনায় বসার কথা ছিল। কিন্তু তার আগেই কৃষি আইন বাতিলের দাবিতে অনড় কৃষকরা ভারত বনধের ডাক দিলেন। এছাড়াও তাদের তরফে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। এর আগে সাত ঘণ্টার ম্যারাথন বৈঠকেও জট কাটেনি। কেন্দ্রের সঙ্গে বৈঠকে বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতেই অনড় কৃষক প্রতিনিধিদল।

আইন প্রত্যাহারে অনিচ্ছুক মোদী সরকার

আইন প্রত্যাহারে অনিচ্ছুক মোদী সরকার

অন্যদিকে একাধিক আশ্বাস দেওয়া হলেও আইন প্রত্যাহারে অনিচ্ছুক মোদী সরকার। এই পরিস্থিতিতে শনিবার ফের বৈঠকে বসবে দুই পক্ষ। তবে পরের এই বৈঠক হবে কি না তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বৈঠক শেষে তেমনই ইঙ্গিত দিয়েছেন কৃষক প্রতিনিধিদলের নেতৃত্ব।

কৃষকরা দেশজুড়ে বিক্ষোভ দেখাচ্ছেন

কৃষকরা দেশজুড়ে বিক্ষোভ দেখাচ্ছেন

কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি আইনের বিরুদ্ধে মাস কয়েক ধরেই কৃষকরা দেশজুড়ে বিক্ষোভ দেখাচ্ছেন৷ কয়েকদিন আগে বিশাল মিছিল করে পঞ্জাব, হরিয়ানার কৃষকরা দিল্লি আসেন৷ বৃহস্পতিবারই কেন্দ্রীয় কৃষি মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন কৃষক সংগঠনের সদস্যরা৷

হাইওয়ে টোল গেটগুলিতে অবরোধ

হাইওয়ে টোল গেটগুলিতে অবরোধ

৮ ডিসেম্বরের বনধের অংশ হিসেবে হাইওয়ে টোল গেটগুলিতে অবরোধ করবেন কৃষকরা৷ সরকারকে কোনও প্রকার টোল আদায় করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তাঁরা৷ আন্দোলনরত কৃষক সংগঠনের এক নেতা হরিন্দর সিং লোখওয়াল বলেন, 'আমাদের আন্দোলনে আরও লোক সামিল হবেন৷'

অনড় কৃষকরা

অনড় কৃষকরা

কৃষক সংগঠনের তরফে বলা হয়েছে, সরকারের সঙ্গে তাদের আলোচনায় তারা তিনটি আইন-ই প্রত্যাহারের দাবি জানিয়েছে৷ কিন্তু সরকার আইন সংশোধনের প্রস্তাব দিয়েছে। যাতে চিড়ে ভেজেনি। এর জেরেই এবার দেশ জুড়ে বনধের ডাক দিল কৃষক সংঠনগুলি।

<strong>হায়দরাবাদের 'সেকেন্ড বয়' কে? তেলাঙ্গানায় 'বিরোধী' তকমা পাওয়ার লড়াই মিম-বিজেপির</strong>হায়দরাবাদের 'সেকেন্ড বয়' কে? তেলাঙ্গানায় 'বিরোধী' তকমা পাওয়ার লড়াই মিম-বিজেপির

English summary
Farmers Unions calls for Bharat Bandh on 8th Dec amid growing discontent about new farm laws
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X