For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'জয়' ঘোষণা কৃষকদের, 'হার' কেন্দ্রের! আন্দোলন নিয়ে বড় ঘোষণা প্রতিবাদীদের

Google Oneindia Bengali News

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের ভারত সফর বাতিল হওয়াকে নিজেদের 'রাজনৈতিক জয়' এবং কেন্দ্রীয় সরকারের 'কূটনৈতিক পরাজয়' হিসেবে মনে করছে কৃষক সংগঠনগুলি। বুধবার একটি বিবৃতিতে এই দাবি করেছে সংযুক্ত কিষান মোর্চা। ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে ভারতে আসার কথা ছিল ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসনের। তবে তিনি আসছেন না।

ভারতে আসার কথা ছিল ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসনের

ভারতে আসার কথা ছিল ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসনের

২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে ভারতে আসার কথা ছিল ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসনের। তবে ব্রিটেনে কোরোনার নতুন স্ট্রেনের খোঁজ মেলায় সফর বাতিল করেন বরিস জনসন। এ নিয়ে গত মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, ব্রিটেনে নতুন করোনা স্ট্রেনের কারণে ভারত সফর বাতিল করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তবে, ভবিষ্যতে অবশ্যই তিনি ভারতে আসবেন বলে জানিয়েছেন।

কৃষক সংগঠনগুলির 'রাজনৈতিক জয়'

কৃষক সংগঠনগুলির 'রাজনৈতিক জয়'

যদিও কৃষক সংগঠনগুলির দাবি, দিল্লির সীমানায় তাদের দীর্ঘ আন্দোলনের কারণেই বরিস জনসনের ভারত সফর বাতিল করা হয়েছে। যা কৃষক সংগঠনগুলির 'রাজনৈতিক জয়' এবং কেন্দ্রীয় সরকারের 'কূটনৈতিক পরাজয়'। ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে ট্রাক্টর মিছিল করবেন আন্দোলনকারী কৃষকরা।

হাই অ্যালার্ট জারি করল গোয়েন্দা সংস্থা

হাই অ্যালার্ট জারি করল গোয়েন্দা সংস্থা

কেন্দ্রের সঙ্গে কৃষি আইন নিয়ে ওই মোর্চার তিনটি বৈঠক হয়েছে। তার পরও সমাধান হয়নি। ফলে আন্দোলনকারী কৃষকরা তাঁদের ঘোষিত কর্মসূচিতে অনড় রয়েছেন। এদিকে আজকের ট্রাক্টর ব়্যালিকে কেন্দ্র করে হাই অ্যালার্ট জারি করল গোয়েন্দা সংস্থা। আজ, বৃহস্পতিবার ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে ট্রাক্টর ব়্যালি করার কথা কৃষকদের। এই নিয়ে দিল্লি এনসিআর-এ সতর্কতা জারি করা হয়েছে। এই ব়্যালি আজ হওয়ার কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য তা পিছিয়ে আগামিকাল করে দেওয়া হয়।

আন্দোলনে পাশে মুর্শিদাবাদও

আন্দোলনে পাশে মুর্শিদাবাদও

এদিন মুর্শিদাবাদের আখরিগঞ্জে ভগবানগোলা পঞ্চায়েত এলাকায় কৃষি আইনের বিরুদ্ধে মিছিল করেন স্থানীয় কৃষকরা। দিল্লিতে কৃষকদের সমর্থনেই এই কর্মসূচি নেয়, অখিল ভারতীয় পরিবার পার্টি। হাজির ছিলেন দলের নেতা গৌতম ভারতীয়-সহ অন্যরা।

<strong>বামফ্রন্টের সঙ্গে জোট চাইছে না একাংশ, দ্বন্দ্ব মেটাতে পর্যবেক্ষক নিয়োগ কংগ্রেস হাইকমান্ডের</strong>বামফ্রন্টের সঙ্গে জোট চাইছে না একাংশ, দ্বন্দ্ব মেটাতে পর্যবেক্ষক নিয়োগ কংগ্রেস হাইকমান্ডের

English summary
Farmers said that Cancellation of Boris Johnson's trip to Delhi, India is a political win to them
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X