For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজধানীতে কৃষক বিক্ষোভ, এইসব প্রতিশ্রুতি পালন না হওয়ার অভিযোগে মোদীর বিরুদ্ধে স্লোগান

দিল্লিতে কৃষক বিক্ষোভ। বিক্ষোভে সারা দেশ থেকে সামিল হয়েছেন প্রায় তিনলক্ষ কৃষক। ফসলের ভাল মূল্য এবং ঋণ-মুক্তির দাবি করেছেন তাঁরা।

  • |
Google Oneindia Bengali News

দিল্লিতে কৃষক বিক্ষোভ। বিক্ষোভে সারা দেশ থেকে সামিল হয়েছেন প্রায় তিনলক্ষ কৃষক। ফসলের ভাল মূল্য এবং ঋণ-মুক্তির দাবি করেছেন তাঁরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ ওঠে বিক্ষোভ সমাবেশ থেকে।

রাজধানীতে কৃষক বিক্ষোভ, এইসব প্রতিশ্রুতি পালন না হওয়ার অভিযোগে মোদীর বিরুদ্ধে স্লোগান

সারা দেশের প্রায় তিনলক্ষ কৃষক দুদিনের ধর্নায় সামিল হয়েছেন রাজধানী দিল্লিতে। উৎপাদিত ফসলের ভাল মূল্য এবং ঋণ থেকে পুরোপুরি মুক্তির দাবি করেছেন তাঁরা। দুদিনের বিক্ষোভের ডাক দিয়েছে অল ইন্ডিয়া কিষাণ সংঘর্ষ কো-অর্ডিনেশন কমিটি। সংগঠনটি বিক্ষোভস্থলে কিষাণ মুক্তি সংসদ অর্থাৎ কৃষকদের সংসদও বসায়। ওপরে উল্লিখিত দুই দাবি এই 'সংসদ' পেশ করা হয় এবং তা নিয়ে 'বিতর্ক'ও চলে।

রামলীলা ময়দান থেকে কৃষকদের বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। তাদের লক্ষ্য সংসদ ঘেরাও। সারা দেশ থেকে পার্য় ১৮০ টি সংগঠন এই বিক্ষোভে অংশ নেয়।

বিক্ষোভে ঋণ থেকে মুক্তির দাবি করা হয়। লোকসভা নির্বাচনের প্রচারে কৃষকদের কৃষিপণ্যের জন্য ভাল দাম দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বামীনাথ কমিশনের সুপারিশ লাগুর প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। কিন্তু কোনও প্রতিশ্রুতিই পালন হয়নি বলে অভিযোগ করেছেন, অল ইন্ডিয়া কিষাণ সভার প্রেসিডেন্ট অশোক ধাওয়ালে। বিক্ষোভ সমাবেশ থেকে প্রতিশ্রুতি পালন না হওয়ার অভিযোগ করে মোদীর বিরুদ্ধে স্লোগানও দেওয়া হয়।

অল ইন্ডিয়া কিষাণ সংঘর্ষ কো-অর্ডিনেশন কমিটির অভিযোগ, চাষের খরচ বেড়েছে। বেড়েছে জ্বালানি, সার, কীটনাশকের মূল্যও। এই অবস্থায় কেন্দ্র ভর্তুকি কমাচ্ছে বলেও অভিযোগ। এইসব কারণে দেশ ব্যাপী কৃষকরা বিপাকে পড়ছেন বলেও অভিযোগ করেছে কৃষক সংগঠনগুলি।

English summary
Farmers protest in National capital demanding better prices for their produce and freedom from debt.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X