For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ইতালি ফিরে যান', রাহুলকে দেখেই ক্ষিপ্ত চাষিরা আর কোন দাবি জানালেন

দেশে কৃষকদের সমস্যার কথা ভেবে মধ্যপ্রদেশ ও রাজস্থানে তখতে বসেই কংগ্রেস সরকার জানিয়ে দেয়, যে দুটি রাজ্যেই কৃষি ঋণ মুকুব করা হবে।

  • |
Google Oneindia Bengali News

দেশে কৃষকদের সমস্যার কথা ভেবে মধ্যপ্রদেশ ও রাজস্থানে তখতে বসেই কংগ্রেস সরকার জানিয়ে দেয়, যে দুটি রাজ্যেই কৃষি ঋণ মুকুব করা হবে। মনে করা হয়েছিল লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের এই নয়া চালেই কৃষক ভোটব্য়াঙ্ক খানিকটা পোক্ত হবে। তবে এদিনের আমেঠি অন্য ছবি দেখাল।

ইতালিতে ফিরে যান, রাহুলকে দেখেই ক্ষিপ্ত চাষিরা আর কোন দাবি জানালেন

রাহুল গান্ধীর লোকসভা আসন আমেঠি। গাব্ধী পরিবারের বহুদিনের পোক্ত জমি এই এলাকা। এদিন সেখানে গিয়েই কৃষকদের চোপের মুখে পড়তে হয় রাহুলকে। ভোটের প্রচারে রাহুল আমেঠিতে যেতেই , তাঁকে শুনতে হয় , 'ইতালি ফিরে যান ' স্লোগান। বিক্ষুব্ধ চাষিদের দাবি, 'আমরা খুবই হতাশ রাহুল গান্ধীকে নিয়ে,তাঁর ইতালি ফিরে যাওয়া উচিত। তাঁর এখানে থাকার মানেই হয়না। রাহুল আমাদের জমি ছিনিয়ে রেখেছেন।'

এলাকায় একট সময় রাজীব গান্ধী উদ্বোধন করেছিলেন 'সম্রাট সাইকেল ফ্যাক্টরি'। সেই ফ্যাক্টরির সামনেই রাজীব পুত্র রাহুলকে দেখে প্রতিবাদে মুখর হয়ে ওঠেন কৃষকরা। একটা সময়ে এই কারখানা বন্ধ হয়ে গেলে, জমি উত্তর প্রদেশ সরকারের কাছ থেকে নিলামে নেয় রাজীব গান্ধী চ্যারিটেবল ট্রাস্ট। পরবর্তীকালে সেই নিলাম বোইনি বলে ঘোষিত হয়। এরপর থেকে আইনি ঝামেলার মধ্যে পড়ে রয়েছে ওই সাইকেল কারখানার জমি। আর সেই নিয়েই এলাকার কৃষকদের দাবি , রাজীব পুত্র রাহুল গান্ধী ওই জমি ছিনিয়ে রেখেছেন।

English summary
Farmers staged a protest and raised slogans against Congress president Rahul Gandhi in his parliamentary constituency Amethi in Uttar Pradesh.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X