For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আলোচনায় ৫০০ টি কৃষি সংগঠনকেই ডাকা হোক, ৩২ টিকে নয়! কেন্দ্রের প্রস্তাবে জোরদার দাবিতে অনড় কৃষকরা

  • |
Google Oneindia Bengali News

দেশের ৩২ টি কৃষি সংগঠন কে আলোচনায় বসার জন্য প্রস্তাব দিয়ে দিয়েছে কেন্দ্র। এমন এক পরিস্থিতিতে এদিন দুপুর ৩ টে নাগাদ বৈঠকে বসে পাঞ্জাব, হরিয়ানা থেকে 'দিল্লি চলো' র ডাক দেওয়া কৃষক সংগঠনগুলি একটি রূপরেখা স্থির করবেন বলে খবর । তাঁরা সাফ জানিয়েছেন , ৩২ টি কৃষক সংগঠন নয়, ডাকতে হলে ডাকতে হবে ৫০০ টি কৃষি সংগঠনকে।

আলোচনায় ৫০০ কৃষি সংগঠনকে ডাকা হোক ৩২ নয়! কেন্দ্রের প্রস্তাবে জোরদার দাবিতে অনড় কৃষকরা

এর আগে কেন্দ্রের তরফে ৩২ টি কৃষি সংগঠনকে ডাক দিয়ে এদিন আলোচনায় বসার প্রস্তাব দেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার। আগামী ৩ ডিসেম্বর এই আলোচনার বার্তা দেয় কেন্দ্র। এদিকে, দিল্লি-হরিয়ানা সিঙ্ঘু সীমানায় কৃষকদের অবস্থান বিক্ষোভ অব্যাহত রয়েছে। কড়া নিরাপত্তায় গোটা এলাকা মুড়ে ফেলা হয়েছে। মোদী সরকারের আনা ৩ টি কৃষিবিলের প্রতিবাদে দিল্লির উপকণ্ঠে কৃষকদের এই আন্দোলন ক্রমেই জোরদার হচ্ছে।

প্রসঙ্গত, মঙ্গলবারকে নিয়ে ষষ্ঠদিনে পড়ছে ভারতের কৃষকদের আন্দোলন। এর আগে গত ২৬ নভেম্বর ভারত বনধের দিন থেকে দিল্লি চলোর ডাক দিয়ে দিল্লিতে প্রবেশের চেষ্টা করেন পাঞ্জাব ও হরিয়ানার বহু কৃষক। দিল্লির আগেই তাঁদের রুখে দেওয়া হয়। ঘটনার জেরে মোদী সরকারের বিরুদ্ধে হরিয়ানা , পাঞ্জাব জুড়ে ধীরে ধীরে ক্ষোভ জমাট বাঁধে। এরপরই আলোচনায় বসার প্রস্তাব দিয়ে সুর নরম করতে দেখা যায় কেন্দ্রকে।

English summary
Farmers invited for talks today as protests intensify over farm bill
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X