For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কৃষি বিল ২০২০ ঘিরে ধুন্ধুমার দেশ জুড়ে! ভারত বনধের ডাক ২৫ সেপ্টেম্বর

  • |
Google Oneindia Bengali News

লকডাউনের মধ্যেই ভারত বনধ। কৃষি বিল ২০২০ এর প্রতিবাদে নেমে দেশের একাধিক কৃষক সংগঠন ভারত বনধের ডাক দিয়েছে। এদিকে, আজ থেকে প্রবল প্রতিবাদের রাস্তায় নামছে কংগ্রেসও। সবমিলিয়ে এি বিল ঘিরে কী পরিস্থিতি তৈরি হচ্ছে দেখে নেওয়া যাক।

 কাদের ডাকে বনধ?

কাদের ডাকে বনধ?

অল ইন্ডিয়া ফারমার্স ইউনিয়ন, অল ইন্ডিয়া কিষাণ সংঘর্ষ কো অর্ডিনেশন কমিটি, অল ইন্ডিয়া কিষাণ মহাসংঘ একযোগে বনধের ডাক দিয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর শুক্রবার এই বনধের ডাক দেওয়া হয়।

 ওলা চালক, ও লরি চালকদের সমর্থন

ওলা চালক, ও লরি চালকদের সমর্থন

লকডাউনে এমনিতেই কম গাড়ি চলছে রাস্তায়। তার মধ্যে বনধের ডাক কতটা জনজীবনকে প্রভাবিত করতে পারবে, তা নিয়ে সন্দেহ ছিল। এদিকে, জানা যাচ্ছে, কর্ণাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ুর চাষিরা বনধের সমর্থনে এগিয়ে যেতেই তাঁদের সমর্থন জানিয়েছেন ওলা চালক থেকে ট্রাক ড্রাইভারদের সংগঠন।

কংগ্রেসর ধুন্ধুমার প্রতিবাদ

কংগ্রেসর ধুন্ধুমার প্রতিবাদ

কৃষি বিলের প্রতিবাদে ২ মাস ধরে ব্যাপক প্রতিবাদের রাস্তায় নামতে চলেছে কংগ্রেস। আজ থেকেই সেই অভিযান শুরু হচ্ছে। দেশের ২ কোটি চাষির স্বাক্ষরিত প্রতিবাদ পত্র ইতিমধ্যেই কংগ্রেসের হাইকমান্ডের হাতে পৌঁছেছে। এরপরই তারা প্রতিবাদের ময়দানে নামবে বলে খবর।

 সংসদে প্রবল উত্তাপ

সংসদে প্রবল উত্তাপ

উল্লেখ্য, কৃষি বিলের প্রতিবাদে নেমে রবিবার সংসদে ব্যাপক তোলপাড় করতে দেখা গিয়েছে ৮ জন সাংসদকে। প্রতিবাদী এই ৮ সাংসদের ব্যবহারের জেরে তাঁদের সাসপেন্ড করা হয়। তবে সংসদের বাইরেও ক্রমাগত এই বিল নিয়ে প্রতিবাদের পারদ চড়ছে।

English summary
Farmers body calls for Bharat Bandh on 25 September, Congress begins protest
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X