For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৬ সন্দেহভাজনের খোঁজ! পাঠানকোট হামলার স্মৃতি উস্কে জারি তল্লাশি

পাঠানকোটে ছয় সন্দেহজনক ব্যক্তির উপস্থিতি। পঞ্জাবের সীমান্ত এলাকা জুড়ে ব্যাপক তল্লাশি শুরু হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

পাঠানকোটে ছয় সন্দেহজনক ব্যক্তির উপস্থিতি। পঞ্জাবের সীমান্ত এলাকা জুড়ে ব্যাপক তল্লাশি শুরু হয়েছে। বলবীর সিং নামে পাঠানকোটের শাদিপুর গ্রামের এক কৃষক দাবি করেছেন, মাঠে কাজ করার সময় তিনি ছয় সন্দেহভাজনকে ঘোরাফেরা করতে দেখেছেন। অভিযোগের পরেই শুরু হয় তল্লাশি।

৬ সন্দেহভাজনের ঘোরাফেরা, দাবি কৃষকের

৬ সন্দেহভাজনের ঘোরাফেরা, দাবি কৃষকের

ওই কৃষক দাবি করেছেন, ছয় সন্দেহভাজন ব্যক্তির পিঠেই ছিল ব্যাগ। স্থানীয় মানুষদের সঙ্গে বেমানান লেগেছিল তাদের। . ঘটনার কথা তিনি প্রথমে গ্রামের সরপঞ্চকে জানান। পরে তা জানানো হয় পুলিশ।

অভিযোগ পাওয়ার পরেই সতর্কতা জারি

অভিযোগ পাওয়ার পরেই সতর্কতা জারি

অভিযোগ পাওয়ার পরেই পঞ্জাব পুলিশের তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছে। তল্লাশি অভিযানও শুরু করা হয়েছে শুক্রবার বিকেল থেকেই। পাঠানকোটের এসএসপি বিবেক শীল সোনি জানিয়েছেন, এখনও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

১৩ নভেম্বর গাড়ি ছিনতাই

১৩ নভেম্বর গাড়ি ছিনতাই

এর আগে ১৩ নভেম্বর জম্মু থেকে ভাড়া নেওয়া এক গাড়ির চালককে বন্দুক দেখিয়ে মাধোপুরা এলাকায় গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটে। সেই সময় গাড়িতে ছিল চারজন। সেই সময়ও বিভিন্ন নিরাপত্তা সংস্থাকে সতর্ক করা হয়েছিল। যদিও পরবর্তী পর্যায়ে চালক এক হানাদারকে সনাক্ত করেন। যে স্থানীয় এক দুষ্কৃতী বলে জানা গিয়েছে।

২০১৬ থেকেই নজরদারি

২০১৬ থেকেই নজরদারি

২০১৬-তে পাঠানকোটে জঙ্গি হামলার ঘটনার পর থেকেই কড়া নজরদারিতে রয়েছে পাঠানকোট। সেই সময় পঞ্জাব পুলিশ আধিকারিকের গাড়ি ছিনতাই করে পাঠানকোট এয়ার বেসে হামলা চালানো হয়েছিল।

পঞ্জাবে ৫৫৩ কিমি আন্তর্জাতিক সীমানা রয়েছে পাকিস্তানের সঙ্গে।

(প্রতীকী চিত্র সৌজন্য: পিটিআই)

English summary
Farmer spots six suspicious men in Pathankot district, search operations launched
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X