২৬ জানুয়ারির ঠিক আগে খালিস্তানি পাতাকা ভারতীয় দূতাবাসে! লালকেল্লাকাণ্ডের পর দিল্লির নজরে বড় ইস্যু
লালকেল্লায় তাণ্ডবের ঘটনায় ৫০০ টি টুইটার অ্যাকাউন্ট বাতিল করে দিয়েছে স্বয়ং টুইটার কর্তৃপক্ষ। ২৬ জানুয়ারি দিল্লির রাস্তায় যা ঘটেছে তার পর দুটি কৃষক সংগঠন এই আন্দোলন থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। এদিকে, দিল্লির নজরে উঠে আসতে শুরু করে দিয়েছে একাধিক ইস্যু। নজরে রয়েছে রোম।

৫৫০ টি টুইটার অ্যাকাউন্ট কেন নজরে ?
এদিকেস টুইটারের তরফে ৫৫০ টি অ্যাকাউন্টকে দিল্লি হিংসার পরই রাতারাতি বন্ধ করা হয়েছে। এই সম্পর্কে টুইটারের তরফে জানানো হয়েছে, ওই অ্যাকাউন্টগুলি যদি বন্ধ না করা হত, তাহলে তা হিংসায় মদত দিতে পারদ। ইতিমধ্যেই উস্কানি ইস্যু ঘিরেই এই সমস্ত অ্যকাউন্টগুলিকে বন্ধ করা হয়েছে।

প্রজাতন্ত্র দিবসের ঠিক আগেই খালিস্তানি পতাকা উড়েছে কোথায়?
প্রসঙ্গত, এক ভাইরাল হওয়া ভিডিও সূত্রে জানা গিয়েছে, ২৬ জানুয়ারির আগে রোমে খালিস্তানি পতাকা দেখা যায়। যেখানে খালিস্তানি স্লোগান দিয়ে লেখা 'খালিস্তান জিন্দাবাদ'। রোমের ভারতীয় দূতাবাসের সামনে এই স্লোগান দিয়ে লেখা রয়েছে বলে খবর।

দিল্লির নজর রোমে!
প্রসঙ্গত, ইতালি এই ঘটনার কড়া নিন্দা করেছে। একই সুরে ভারতের তরফেও এই ঘটনার নিন্দা করা হয়েছে। এদিকে, খালিস্তানপন্থী এক সংগঠন জানিয়েছে, যে লালকেল্লার বুকে 'অন্য পাতাকা' টাঙিয়েছে তাকে পুরষ্কার দেবে তাদের সংগঠন। এই বিষয়টিও নজরে রাখছে দিল্লি।

ভারতীয় দূতাবাসে ভাঙচুর!
এদিকে, রোমের ঘটনায় শুধু ওই খালিস্তান পন্থী পতাকাই দেখা গিয়েছে , তা নয়। রোমে ভারতীয় দূতাবাসে প্রব ভাঙচুর চালানো হয় বলেও খবর। গোটা বিষয়টি এবং বিশেষ করে ভারতীয় কূটনীতিকদের সুরক্ষা নিয়ে ইতালির সঙ্গে কথা বলেছে ভারত।

'প্রেস্টিজ ফাইটে' মোদী-শাহের সামনে সিএএ কাঁটা, পরীক্ষায় পাশ করতে কোন ফর্মুলা প্রয়োগ বিজেপির?