For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রজাতন্ত্র দিবসে কৃষকদের 'অরাজকতা' নিয়ে হস্তক্ষেপ নয়, হাত তুলে দিল সুপ্রিমকোর্ট

Google Oneindia Bengali News

প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লিতে ঘটে যাওয়া অরাজক ঘটনা নিয়ে কোনও রকম হস্তক্ষেপ করবে না সুপ্রিমকোর্ট। এদিন এক আবেদনের প্রেক্ষিতে একথা জানিয়ে দেন শীর্ষ আদালত। প্রসঙ্গত, এর আগে সুপ্রিমকোর্ট জানিয়েছিল যে ট্রাক্টর মিছিল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে দিল্লি পুলিশকে। সেই মতো বিভিন্ন বিধিনিষেধ আরোপ করার মাধ্যমে ট্রাক্টর মিছিলের অনুমতি দেওয়া হয়েছিল।

কেন্দ্রীয় সরকার এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে

কেন্দ্রীয় সরকার এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে

এদিন সুপ্রিমকোর্ট এই বিষয়ে জানিয়ে দেয়, কেন্দ্রীয় সরকার এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। আলাদা ভাবে সুপ্রিমকোর্ট এই বিষয়ে কোনও হস্তক্ষেপ করতে যাবে না। এদিকে কেন্দ্র এদিন বলে, যেভাবে কৃষক বিক্ষোভ ইস্যুতে সেলিব্রেটিরা যেভাবে মন্তব্য করছে, তা ঠিক নয়। এদিকে বিক্ষোভরত কৃষক ও সাংবাদিকরা তাঁদের অভিযোগ জানাতে গেলে আইনি সাহায্য করবে কংগ্রেস। কংগ্রেসের শীর্ষ নেতাদের নিয়ে হওয়া একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই বৈঠকে ছিলেন দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব ও উত্তরপ্রদেশের কংগ্রেসের লিগাল সেলের নেতারা।

ধৃত এবং অভিযুক্তদের সাহায্য করবে কংগ্রেস

ধৃত এবং অভিযুক্তদের সাহায্য করবে কংগ্রেস

মঙ্গলবার কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ বিবেক তনখার নেতৃত্বে হয় এই বৈঠক। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও দিল্লির আইন বিভাগের প্রতিনিধিদল দিল্লির সীমানা এলাকায় গিয়ে বিক্ষোভরত কৃষকদের সঙ্গে কথা বলবে। যে কোনও আইনি সাহায্যের ক্ষেত্রে তাঁরা এই দলকে যে পাশে পাবেন তা জানানো হবে।

আইনজীবীদের নিয়ে একটি কমিটি তৈরি

আইনজীবীদের নিয়ে একটি কমিটি তৈরি

আগামী ৪৮ ঘণ্টার মধ্য়ে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও দিল্লির প্রতিটি জেলায় আইন দফতরের আইনজীবীদের নিয়ে একটি কমিটি তৈরি করা হবে বলে কংগ্রেসের বৈঠকে একটি প্রস্তাব পাশ হয়েছে। আইনজীবীদের নাম-ঠিকানা ও যোগাযোগের জন্য ফোন নম্বর জানিয়ে দেওয়া থাকবে।

নিখোঁজ ব্যক্তিদের তালিকা তৈরি

নিখোঁজ ব্যক্তিদের তালিকা তৈরি

প্রস্তাবে বলা হয়েছে, 'সংশোধনাগারে, থানায় বা অন্য কোনও প্রশাসনের কাছে গিয়ে কথা বলুন। কৃষক সংগঠনগুলিকে তাঁদের নিখোঁজ ব্যক্তিদের তালিকা তৈরি করতে সাহায্য করুন। কৃষকদের বিক্ষোভে অশান্তি যাতে না-ছড়ায় সে জন্য বিভিন্ন জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রাখা হয়েছে। এই সিদ্ধান্তকে হাইকোর্টে চ্যালেঞ্জ জানিয়ে পিটিশন দাখিল করতে সাহায্য করবে লিগাল সেল।'

দিল্লির আইন বিভাগের সঙ্গে যোগাযোগ

দিল্লির আইন বিভাগের সঙ্গে যোগাযোগ

কৃষক বিক্ষোভে আটক হওয়াদের খুঁজে বের করা, তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা ও তাঁদের আইনি সহায়তা দিতে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও দিল্লির আইন বিভাগের সঙ্গে যোগাযোগ রাখার জন্য আইনজীবীদের নির্দেশ দেওয়া হয়েছে কংগ্রেসের বৈঠকে।

English summary
Farmer protest: Supreme Court said that they won't intervene in Republic Day fiasco in Delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X