For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'জেলে ভরে দিন',কেন্দ্রকে কোন ইস্যুতে এই বার্তা ক্ষোভে ফুঁসে ওঠা কৃষক নেতার

কৃষি আন্দোলন নিয়ে কেন্দ্রের অভিযোগের পর এবার সরব কৃষকরা

  • |
Google Oneindia Bengali News

কৃষকদের আন্দোলনে সমাজ বিরোধীদের উপস্থিতির অভিযোগ ঘিরে কেন্দ্রের বিরুদ্ধে ফুঁসছেল কৃষক নেতা রাকেশ তিকায়েত। প্রসঙ্গত, এর আগেই কেন্দ্রের তরফে একটি অভিযোগ ওঠে যে কৃষক আন্দোলনে বহু সমাজ বিরোধীরাও সামিল হয়েছে। যা নিয়ে ভারতীয় কিষাণ ইউনিয়নের রাকেশ তিকায়েতের সাফ দাবি, তাদের জেলে ভরা হচ্ছে না কেন?

জেলে ভরে দিন,কেন্দ্রকে কোন ইস্যুতে এই বার্তা ক্ষোভে ফুঁসে ওঠা কৃষক নেতার

এর আগে কেন্দ্রের তরফে জানানো হয়, ক-ষকদের আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে বামদল, মাওবাদী শিবিরগুলি। সেই প্রেক্ষাপটেই আসে সমাজ বিরোধীাদের প্রসঙ্গ। কেন্দ্রের তরফে পীযূষ গোয়েল সাফ জানিয়েছেন, কৃষকরা যে পথে আন্দোলনে সরব হয়েছিলেন, সেই পথ থেকে সরতে শুরু করেছেন তাঁরা। এমনকি এর আগে কেন্দ্রের এক মন্ত্রীর তরফে এমন বার্তা আসে যে , কৃষকদের আন্দোলনের সঙ্গে জড়িত রয়েছে খালিস্তানি আন্দোলন।

সেই সমস্ত প্রেক্ষাপট থেকে ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা জানিয়েছেন, যে ক-ষকদের আন্দোলনের মধ্যে কোনও সমাজবিরোধী ঢুকছে কি না, তা তাঁরা বুঝতে পারছেন না। সরকার যদি কাউকে চিহ্নিত করতে পারে, তাহলে সেই ব্যক্তিকে জেলে ভরা হোক। তবে, আন্দোলনকে কলুষিত যেন না করা হয়, তার বার্তা দিয়েছেন তিনি।

শুভেন্দুর পর এবার তৃণমূলের কর্মসূচিতে দেখা মিলল না রাজীবেরও! হাওড়া জুড়ে ঘাসফুল ক্যাম্পে কোন পরিস্থিতি শুভেন্দুর পর এবার তৃণমূলের কর্মসূচিতে দেখা মিলল না রাজীবেরও! হাওড়া জুড়ে ঘাসফুল ক্যাম্পে কোন পরিস্থিতি

English summary
Farmer leader answesr on Centre’s accusation of ‘anti-social’ elements in protests
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X