For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পেঁয়াজ বেচে প্রতি কেজিতে ৩৯ পয়সা! পুরো টাকা মুখ্যমন্ত্রীকে পাঠালেন কৃষক

এর আগে নাসিকের এক কৃষক পেঁয়াজ বেচে পাওয়া সামান্য টাকা গাঁটের কড়ি খরচ করে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন। এবারও প্রায় একই কাজ করলেন নাসিকেরই আর এক কৃষক।

  • |
Google Oneindia Bengali News

নাসিকের এক কৃষক কিছুদিন আগে পেঁয়াজ বেচে পাওয়া সামান্য টাকা গাঁটের কড়ি খরচ করে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন। এবারও প্রায় একই কাজ করলেন নাসিকেরই আর এক কৃষক।

পেঁয়াজ বেচে প্রতি কেজিতে ৩৯ পয়সা পেলেন কৃষক

নাসিকের ইওলা তহশিলের অন্দরশূল গ্রামের বাসিন্দা চন্দ্রকান্ত ভিকান দেশমুখ পেঁয়াজ বেচে পাওয়া ২১৬ টাকা মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে পাঠিয়ে দিয়েছেন। ৫৪৫ কেজি পেঁয়াজ বেচে ২১৬ টাকা পেয়েছেন তিনি। যার অর্থ তিনি পেঁয়াজ বেচে কেজিতে ৩৯ পয়সা পেয়েছেন।

স্থানীয় কৃষক কমিটির নিলামে দাম ওঠে কেজিতে ৫১ পয়সা। তবে হিসাবে পর কেটে-ছেঁটে তিনি পেয়েছেন কেজিতে ৩৯ পয়সা দর। এমনকী বেচার কাগজও দেখিয়েছেন তিনি।

চন্দ্রাকান্তের বিনীত প্রশ্ন, এবার তিনি ঘর চালাবেন কী করে? ফলে রাগ দেখিয়ে তিনি প্রতিবাদে ২১৬ টাকা মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছেন বলেও জানিয়েছেন এই পেঁয়াজ চাষি।

প্রসঙ্গত, এই নাসিক জেলা সারা দেশের পেঁয়াজ উতপাদনের অর্ধেক করে থাকে। কিছুদিন আগে এখানকার কৃষক ৭৫০ কেজি পেঁয়াজ বেচে ১০৬৪ টাকা পান। তা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠিয়ে দিয়েছেন তিনি।

English summary
Farmer gets 51 paise per kg for onions, sends money to Maharashtra CM
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X