For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জমি বিবাদে কৃষকের ক্ষোভ! আগুনে পুড়ে মরতে হল তহশিলদারকে

৩৭ বছরের মহিলা তহশিলদারকে পুড়ে মরতে হল তাঁরই অফিসের মধ্যে। এই ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে।

  • |
Google Oneindia Bengali News

৩৭ বছরের মহিলা তহশিলদারকে পুড়ে মরতে হল তাঁরই অফিসের মধ্যে। এই ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে। সোমবার বিকেলে এক কৃষক পেট্রোল নিয়ে ঢোকে অফিসে। এরপর মহিলা তহশিলদারের গায়ে দিয়ে, আগুন ধরিয়ে দেয়। জানা গিয়েছে, জমি নিয়ে বিবাদের জেরে ক্ষুব্ধ ছিল ওই কৃষক। পুলিশ জানিয়েছে, ওই মহিলা, আবদুল্লা পুরমেট মণ্ডলের প্রথম তহশীলদার। গত কয়েকবছর আগে একে ব্লকে মর্যাদা দেওয়া হয়।

জমি বিবাদে কৃষকের ক্ষোভ! আগুনে পুড়ে মরতে হল তহশিলদারকে

জানা গিয়েছে, অফিসের সহকর্মীরা দেখেছেন, আবদুল্লা পারমেট মণ্ডলের তহশীলদার বিজয়া রেড্ডি তাঁর অফিস থেকে ছুটে বেরিয়ে আসছেন এরপর আগুন লাগা অবস্থায় মাটিতে গড়াগড়ি খাচ্ছেন। আক্রমণকারীকে কুররা সুরেশ বলে চিহ্নিত করা গিয়েছে। তাকে ওই অফিস থেকেই পরে গ্রেফতার করা হয়। এদিনে এই আগুনে তহশীলদারের চালক এবং অফিসে আসা এক ব্যক্তি আহত হয়েছেন।

মণ্ডলের রেভিনিউ ইনস্পেক্টর বি মহেশ জানিয়েছেন, প্রথমে তিনি আগুন দেখেছেন। তারপর এক মহিলাকে অফিস থেকে বেরিয়ে আসতে দেখেছেন। সেই সময় তিনি একটা কার্পেট দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

পুলিশ কমিশনার মহেশ ভগত বলেছেন, অভিযুক্ত এবং তার ভাইয়ের মধ্যে বোচারাম গ্রামে সাত একরের জমি গিয়ে বিবাদ চলছিল। তবে সেই বিবাদই এই হত্যার পিছনে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

অভিযুক্ত সুরেশের বাবা জানিয়েছেন, তাঁর ছেলের বদ মেজাজ রয়েছে। পুলিশ জানিয়েছে, এই হত্যার ঘটনার পাশাপাশি তিনজন আগুনে দগ্ধ হয়েছেন। তাঁদের ৪৫ থেকে ৮৫ শতাংশ পুড়ে গিয়েছে।

English summary
Farmer burts alive woman tehsilder in Hyderabad
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X