কৃষি আইন ইস্যুতে সরগরম রাজপথ! পাল্টা গর্জনে বিরোধীদের চুপ করালেন মোদী
নতুন কৃষি আইনগুলির বিরোধিতা করা মানুষরা আদতে দেশের কৃষকদের অপমান করছেন। এদিন কৃষি আইন নিয়ে চলতে থাকা বিরোধিতার জবাবে এভাবেই বিরোধী দলগুলিকে ফের একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে আজও কৃষি আইনের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ ও রেল রোকো৷ গোয়ায় চলছে কংগ্রেসের বিক্ষোভ৷

কৃষকদের অসম্মান করা হচ্ছে
রাজ্যসভায় কৃষি বিল পাশ হওয়ার পর থেকেই বিক্ষোভ দেখায় একাধিক বিরোধী দল। আন্দোলনে নামে একাধিক কৃষক সংগঠন। গতকাল দিল্লিতেও এই বিক্ষোভের আঁচ এসে পৌঁছায়। ইন্ডিয়া গেটের সামনে ট্রাক্টরে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখায় যুব কংগ্রেস। যার কড়া সমালোচনা করে প্রধানমন্ত্রী মোদী বলেন, 'যে যন্ত্রকে কৃষকরা পুজো করেন, তাতে আগুন লাগিয়ে কৃষকদের অসম্মান করা হচ্ছে।'

নিজেদের স্বার্থে এর বিরোধিতা
এদিন প্রধানমন্ত্রী আরও বলেন, 'সদ্য সমাপ্ত সংসদ অধিবেশন চলাকালীন কৃষক, শ্রমিক ও স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সংস্কারমূলক বিল আনা হয়েছিল। এই সংস্কারগুলি শ্রমজীবী, যুবক, মহিলা এবং জাতির কৃষকদের শক্তিশালী করবে। তবে জাতি দেখতে পাচ্ছে যে কিছু লোক কেবল নিজেদের স্বার্থে এর বিরোধিতা করছেন।'

কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত
এদিকে কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত৷ দেশজুড়ে জায়গায় জায়গায় চলছে বিক্ষোভ৷ পাঞ্জাবের অমৃতসরে চলছে রেল রোকো৷ এই নিয়ে ছ'দিনে পড়ল রেল রোকো আন্দোলন৷ গোয়ায় কংগ্রেসের তরফে রাজভবনের সামনে বিক্ষোভ দেখানো হয়৷ একটি মিছিলও করে তারা৷

১ অক্টোবর গণ আন্দোলনের ঘোষণা হবে
আজ কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির তরফে পাঞ্জাবের দেবীদাসপুরা রেললাইনে অবরোধ করা হয়। কালো জামা পরে কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখান কৃষকরা৷ সরকার বিরোধী স্লোগানও তোলা হয়৷ কমিটির জেনেরাল সেক্রেটারি বলেন, ১ অক্টোবর গণ আন্দোলনের কথা ঘোষণা করবেন তাঁরা৷