For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরোধী প্রতিবাদকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে রাজ্যসভায় পেশ কৃষি-বিল, পাসের অঙ্ক কষা শুরু

বিরোধী প্রতিবাদকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে রাজ্যসভায় পেশ কৃষি-বিল, পাসের অঙ্ক কষা শুরু

  • |
Google Oneindia Bengali News

ঘরে-বাইরে প্রতিবাদ-প্রতিরোধকে উপেক্ষা করে রাজ্যসভায় পেশ হল কৃষি-বিল। রবিবার রাজ্যসভায় পেশ করা হয় কৃষিক্ষে্ত্র সংক্রান্ত দুটি বিতর্কিত বিল। এর আগে লোকসভায় পাস হয়েছিল কৃষি-সংক্রান্ত তিনটি বিল। তার মধ্যে এদিন দুটি বিল পেশ করা হয়। এই বিল নিয়ে ঘরে-বাইরে চাপের মুখে পড়ে বিজেপি সরকার।

বিরোধী প্রতিবাদকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে রাজ্যসভায় পেশ কৃষি-বিল, পাসের অঙ্ক কষা শুরু

এর আগে লোকসভায় তিনটি বিল পাস হয়। সেই তিনটি বিল হল, অত্যাবশ্যক পণ্য আইন সংশোধন, কৃষি পণ্য লেনদেন ও বাণিজ্য উন্নয়ন এবং কৃষিপণ্যের দাম নিরুপণে কৃষকদের সুরক্ষা ও ক্ষমতায়ন চুক্তি। এই তিনটি বিলের মধ্যে শেষোক্ত দুটি বিল পেশ করা হয়েছে রাজ্যসভায়।

রাজ্যসভায় কৃষি পণ্য লেনদেন ও বাণিজ্য উন্নয়ন এবং কৃষিপণ্যের দাম নিরুপণে কৃষকদের সুরক্ষা ও ক্ষমতায়ন চুক্তি সংক্রান্ত বিল পেস করে কেন্দ্রীয় কৃষি উন্নয়ন, কৃষক কল্যাণ ও খাদ্য প্রক্রিয়াকরণমন্ত্রী জানান, কৃষকদে ন্যাহ্য দাম পাওয়ার পথে এই দুটি বিল কোনও প্রতিবন্ধকতা তৈরি করবে না।

এদিন বিরোধী দল কংগ্রেসের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে- এই বিল আসলে কৃষকদের মৃত্যু পরোয়ানা। রাজ্যসভায় বিল পেশের আগে পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান-সহ বিভিন্ন রাজ্যে কৃষি বিলের বিরোধিতায় পথে নেমেছেন চাষিরা। দুপুর ১২টা থেকে উত্তর ভারতের কৃষক সংগঠনের নেতত্বে শুরু হয়েছে পথ অবরোধ কর্মসূচি।

আন্দোলনকারী কৃষকদের অভিযোগ, এই বিলগুলিতে কৃষক-স্বার্থ উপেক্ষা করে বড় ব্যবসায়ী এবং কর্পোরেট সংস্থাগুলি একতরফাভাবে ফসলের দাম নির্ধারণ এবং মজুতদারির অধিকার দেবে। কংগ্রেস-সহ বিরোধী দলগুলিও এই অভিযোগে সরব হয়েছে। বিজেপির শরিক দল শিরোমণি অকালি দলও এই অভিযোগেো সরব হয়েছিল।

সংসদীয় অঙ্ক বলছে, রাজ্যসভায় সরকারপক্ষের জয় নিশ্চিত। বিজেপি নিশ্চিত তারা ২৪৫ সদসযের রাজ্যসভায় ১৩০টি ভোট পাবে। এবং পেশ হওয়া দুটি কৃষি বিল পাস হয়ে যাবে। বিজেপির বিশ্বাস, এনডিএ শরিকরা ছাড়াও তেলেঙ্গানা রাষ্ট্র সমিকি, বিজু জনতা দল, ওয়াইএসআর কংগ্রেস তাদের সমর্থন করবে।

তৃণমূল-বিজেপির অভিষন্ধি বানচাল করতে 'ডিজিটাল’ বাম-কংগ্রেস! লড়াই কোমর বেঁধেতৃণমূল-বিজেপির অভিষন্ধি বানচাল করতে 'ডিজিটাল’ বাম-কংগ্রেস! লড়াই কোমর বেঁধে

English summary
Farm Bills submitted in Rajya Sabha after passed from Lok Sabha despite of opponent protest
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X