For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কৃষি বিল নিয়ে দেশজুড়ে প্রতিবাদের মাঝে রাহুল গান্ধী আজ নামছেন ময়দানে

  • |
Google Oneindia Bengali News

দেশজুড়ে ক্রমাগত কৃষি বিল নিয়ে হড়তাল চলছে। হরিয়ানা ,পাঞ্জাবের মতো জায়গায় প্রায় প্রতিদিন নতুন নতুন করে চাক্কা জ্যাম ও রেল রোকো চলছে। কেন্দ্রের আনা তিনটি কৃষি বিলের বিরোধিতায় কংগ্রেস সহ বিজেপি বিরোধী দলগুলি নেমেছে রাস্তায় । এরই মাঝে এদিন চাষিদের সঙ্গে আলোচনায় বসছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

কৃষি বিল নিয়ে দেশজুড়ে প্রতিবাদের মাঝে রাহুল গান্ধী আজ নামছেন ময়দানে

এর আগেই কংগ্রেসের অন্তবর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী সমস্ত কংগ্রেস শাসিত রাজ্যগুলিকে কৃষি বিল নিয়ে বড়সড় বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন কেন্দ্রের আনা কৃষি বিলের বিরোধী আইন কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে যাতে লাগু করা যায়, তার বন্দোবস্ত করতে হবে। এদিকে, সমস্যা হয়ে গিয়েছে মহারাষ্ট্রের। কংগ্রেসের এই জোট সরকার রাজ্যে অগাস্ট মাস থেকেই কৃষি আইন নিয়ে কেন্দ্রের পথে অগ্রসর হয়েছিল। তবে তারা আপাতত সেই আইনগুলিকে বিচার করছে বলে জানিয়েছে।

এদিকে, পাঞ্জাব থেকে হরিয়ানা সহ উত্তরভারতের একাধিক রাজ্যে কৃষকদের প্রতিবাদের সুর চড়ছে । আমৃতসর, জলন্ধর সহ একাধিক জায়গায় প্রতিবাদে ধরনায় বসেছেন সাধারণ কৃষকরা। সেখানে অক্টোবর ১ তারিখে এই প্রতিবাদ নিয়ে নয়া রূপরেখা ঘোষিত হবে বলে খবর।

English summary
Farm bill 2020 , amid protest Congress president Rahul Gandhi is set to interact with the crop growers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X