For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেহ দান করা হবে চিকিৎসা বিজ্ঞানের জন্য! সিদ্ধান্ত ইউক্রেনে নিহত ভারতীয় ছাত্রের পরিবারের

ইউক্রেনে গিয়েছিলেন চিকিৎসা বিজ্ঞান (Medical) নিয়ে পড়াশোনা করতে। কিন্তু জীবিত অবস্থায় দেশে ফেরা হয়নি। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে (Russia Ukraine war) প্রাণ যাওয়ার পরে এবার তাঁর দেহ ফিরতে চলেছে কর্নাটকে (Karnataka)। তবে ন

  • |
Google Oneindia Bengali News

ইউক্রেনে গিয়েছিলেন চিকিৎসা বিজ্ঞান (Medical) নিয়ে পড়াশোনা করতে। কিন্তু জীবিত অবস্থায় দেশে ফেরা হয়নি। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে (Russia Ukraine war) প্রাণ যাওয়ার পরে এবার তাঁর দেহ ফিরতে চলেছে কর্নাটকে (Karnataka)। তবে নিহত ভারতীয় ছাত্র নবীন এসজির পরিবার সিদ্ধান্ত নিয়েছে দেহের শেষকৃত্য নয়, তা দান করা হবে চিকিৎসা বিজ্ঞানের (Medical College) গবেষণার জন্য।

দেহ দান করা হবে চিকিৎসা বিজ্ঞানের জন্য! সিদ্ধান্ত ইউক্রেনে নিহত ভারতীয় ছাত্রের পরিবারের

নবীনের বাবা শেখরাপ্পা গৌদার সংবাদ মাধ্যমকে বলেছেন, ছেলে চিকিৎসা বিজ্ঞানে অবদান রাখতে চেয়েছিল। ছেলের মৃত্যুর পরে তাঁরা চাইছেন, দেহ যেন অন্য ছাত্রদের কাজে লাগে। তিনি জানিয়েছেন, ধর্মীয় আচার অনুষ্ঠানের পরে নবীনের দেহ তুলে দেওয়া হবে দাভানগরের এসএস ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ সেন্টারে।

প্রসঙ্গত নবীন খারকিভ মেডিকেল ইউনিভার্সিটির চতুর্থবর্ষের মেডিক্যাল ছাত্র ছিলেন। গত ১ মার্চ খাবার কিনতে বেরিয়ে রাশিয়ার গোলায় মারা যান। নবীনই প্রথম যিনি ইউক্রেনে রাশিয়ার আক্রমণে মারা যান।

শনিবার নবীনের দেহ পোলান্ড হয়ে দুবাই নিয়ে যাওয়া হয়। সোমবার ভোরে তা বেঙ্গালুরুতে পৌঁছবে বলেই মনে করা হচ্ছে।

মানুষের মধ্যে বিভাজন তৈরি করেছেন অন্যদের মতো তিনি নিজেও, কংগ্রেস নেতা গুলাম নবির স্বীকারোক্তিতে জল্পনামানুষের মধ্যে বিভাজন তৈরি করেছেন অন্যদের মতো তিনি নিজেও, কংগ্রেস নেতা গুলাম নবির স্বীকারোক্তিতে জল্পনা

English summary
Family of Naveen SG of Karnataka, who died in Ukraine has decided to donate body to a Medical College.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X