For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জনতা কার্ফু ঘিরে ভুয়ো তথ্য 'ফরোয়ার্ড' হচ্ছে নাসা-র নাম নিয়ে! ক্ষোভে নেটিজেনরা

  • |
Google Oneindia Bengali News

রবিবার জনতা কার্ফু পালিত হয়েছে গোটা দেশে। ১৪ ঘণ্টা গৃহবন্দি থেকে দেশবাসীকে করোনা চেইন নষ্ট করার বার্তা দেন প্রধানমন্ত্রী। সেই মতো রবিবার সকাল ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত গোটা দেশ লকডাউন ছিল। এরই মধ্যে একাধিক হোয়াটস অ্যাপ ফরোয়ার্ড আসতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়।

জনতা কার্ফু ঘিরে ভুয়ো তথ্য ফরোয়ার্ড হচ্ছে নাসা-র নাম নিয়ে! ক্ষোভে নেটিজেনরা

একটি পোস্ট -এ দেখা যায় ভারতের ম্যাপের ওপর হাততালি দেওয়ার ইমোজি দিয়ে সেটিকে 'নাসা'র পাঠানো ছবি বলে ব্যাখ্যা করা হয়। যা নিয়ে রীতিমতো ক্ষোভ বাড়তে শুরু করে নেটিজেনদের মধ্যে। পোস্টটিতে লেখা হয় যে , বিকেল ৫ টার সময় মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার স্যাটেলাইট ছবিতে এমন দৃশ্য ধরা পড়েছে। যা নিঃসন্দেহে ভুল ও ভুয়ো তথ্য।


প্রধানমন্ত্রী এর আগে নির্দেশ দেন, ২২ মার্চ বিকেল ৫ টার সময় ৫ মিনিট ধরে 'তালি বাজাও, থালি বাজাও' কর্মসূচি পালিত হবে। এই হাততালির ধ্বনি দিয়ে গোটা দেশ চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের প্রতি কুর্নিশ জানাবে। এমন আপদকালে যেভাবে তাঁরা কাজ করে চলেছেন, তার জন্যই দেশবাসী তাঁদের এমনভাবে
উৎসাহ যোগাবে। আর সেই মতো এই কর্মসূচি পালিত হয়। আর সেই কর্মসূচি নিয়েই নাসা-র নাম করে এমন ভুয়ো বার্তা ফরোয়ার্ড হয়।

English summary
false whatsaap Forward of NASA on Janta Curfew angers netizens
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X