For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একমাত্র ভগবানই পারেন শীর্ষ আদালতকে বাঁচাতে! এরকমটাই মনে করছেন প্রখ্যাত আইনজীবী ফলি এস নরিম্যান

সুপ্রীম কোর্টের প্রখ্যাত আইনজীবী ফলি এস নরিমান বলেন, ভারতের প্রধান বিচারপতি দীপক মিশ্রকে নিয়ে বিতর্কে সুপ্রিম কোর্ট সম্পর্কে জনসাধারণের মনের সন্দেহ দেখা দিয়েছে।

Google Oneindia Bengali News

সুপ্রীম কোর্টের প্রখ্যাত আইনজীবী ফলি এস নরিম্যানের মতে ভারতের প্রধান বিচারপতি দীপক মিশ্রের বিরুদ্ধে বাকি চার শীর্ষ বিচারপতিদের সাংবাদিক সম্মেলনে সুপ্রীম কোর্টের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হয়েছে। তাঁর মতে জানুয়ারির ওই সাংবাদিক সম্মেলনের পর প্রধান বিচারপতির বাকি চার আইনজীবির সঙ্গে আলোচনা করে এই বিতর্কের অবসান ঘটানো উচিত ছিল।

বিচারপতিদের সমালোচনায় প্রখ্যাত আইনজীবী ফলি এস নরিমান

শাঘ্রই প্রকাশিত হবে নরিম্যানের লেখা বই 'গড সেভ দ্য সুপ্রিম কোর্ট'। নরিম্যান জানিয়েছেন, বইটির একটি গোটা চ্যাপ্টার তিনি রেখেছেন এই সাম্প্রতিক বিতর্ক নিয়ে। এমনকী বইটির নামও এই ঘটনাকে মাথায় রেখেই দেওয়া হয়েছে। নরিম্যান জানান, তিনি আশা করেছিলেন প্রজান বিচারপতি একটি বেঞ্চ গঠন করে বিচারপতি চেলামেশ্বরের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে বিষয়টির একটি মীমাংসা করবেন। কিন্তু কার্যক্ষেত্রে তা হয়নি।

এই বর্ষীয়ান আইনজীবি জানান, সুপ্রীম কোর্ট ভারতের সর্বোচ্চ বিচারালয়। যখন সেই প্রতিষ্ঠানের চার শীর্ষ বিচারপতি একরকম কথা বলেন, প্রধান বিচারপতি আরেকরকম বলেন, আর বাকি বিচারপতিরা চুপ করে থাকেন, তখন তো মানুষের মনে সন্দেহ জাগবেই।

নরিম্যানের মতে এই অবস্থার প্রধান কারণ 'কলেজিয়ালিটি'-র অভাব। শীর্ষ আদালতের প্রত্যেক বিচারপতির নিজেদের মধ্যে সমন্বয় রেখএ চলা উটিত। প্রত্যেক প্রদানবিচারপতির উচিত অন্যা বিচারপতিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে সিদ্ধান্ত গ্রহন করা। তিনি বলেন, 'এখানে একমাত্র আমার কথাই চলবে একথা কেউ বলতে পারে না'।

English summary
Eminent jurist and senior Supreme Court lawyer Fali S Nariman has said that the controversy regarding CJI Deepak Mishra brought in public mind a lot of doubt about the Supreme Court.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X