For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সকাল ৮ থেকে ১১ টা পর্যন্ত খোলা সবজির বাজার ! করোনার জেরে 'ভুয়ো তথ্যে'র রমরমা

সকাল ৮ থেকে ১১ টা পর্যন্ত খোলা সবজির বাজার ! করোনার জেরে 'ভুয়ো তথ্যে'র রমরমা

  • |
Google Oneindia Bengali News

একের পর এক ভুয়ো তথ্য প্রকাশ্যে আসছে করোনা হানার জেরে। হোয়াটস অ্যাপ সহ একাধিক সোশ্যাল মিডিয়ায় এর প্রভাব পড়তে শুরু করেছে। এমন সমস্ত ভুয়ো তথ্যের জেরে রীতিমতো ক্ষোভ নেট পাড়ায়।

 গুজবে কান দেবেন না!

গুজবে কান দেবেন না!

একটি সাম্প্রতিক গুজবের তথ্য বলছে, মুম্বই পুলিশ নাকি দুধ ও সংবাদপত্র দেওয়ার জন্য আলাদা টাইমিং ঘোষণা করেছে। যা সম্পূর্ণরূপে ভুয়ো বলে দাবি করা হয়। তথ্যে বলা হচ্ছে, সকাল ৬ টা থকে ৭ টা পর্যন্তই কেবল দুধ দেওয়া হবে। সংবাদপত্র দেওয়া হবে সকাল ৭ টা পর্যন্ত। যা সম্পূর্ণ রূপে মিথ্যা।

 সচেতন থাকুন!

সচেতন থাকুন!

আরও একটি পোস্টে বলা হচ্ছে, সকাল ৮ থেকে ১১ টা পর্যন্তই খোলা থাকবে সবজির বাজার । এমন সমস্ত তথ্য মুম্বইয়ের আশপাশে ছড়াতে শুরু করেছে। যা ডাহা মিথ্যা। আর সেকথা মুম্বই পুলিশও জানিয়ে দিয়েছে। এমন পরিস্থিতিতে জনগনকে সতর্ক থাকার বার্তা দেওয়া হচ্ছে।

কার্ফুতে মহারাষ্ট্র

কার্ফুতে মহারাষ্ট্র

মহারাষ্ট্র সবচেয়ে বেশি আক্রান্ত হয়ে চলেছে করোনার দংশনে। এমন পরিস্থিতিতে সেখানের সরকার ১৪৪ ধারা জারি করলেও নাগরিকতার কথা শোনেনি বলে অভিযোগ। তার জেরে সরকার কার্ফু লাগু করতে বাধ্য হয়।

English summary
Fake news of Mumbai police has not fixed any timing for distribution of milk, paper etc
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X