For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার কন্যাশ্রী দৌড়চ্ছে, মোদীর সাধের বেটি বাঁচাও স্কিমে কী অবস্থা জানলে আঁতকে উঠবেন

বেটি বাঁচাও, বেটি পড়াও স্কিমে টাকা পাইয়ে দেওয়ার নামে নকল ফর্ম বিক্রির অভিযোগ। অভিযোগ, মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকে প্রায় ৩০ লক্ষের মতো জালিয়াতি করা ফর্ম জমা দেওয়া হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

বেটি বাঁচাও, বেটি পড়াও স্কিমে টাকা পাইয়ে দেওয়ার নামে নকল ফর্ম বিক্রির অভিযোগ। অভিযোগ, মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকে প্রায় ৩০ লক্ষের মতো জালিয়াতি করা ফর্ম জমা দেওয়া হয়েছে। একটি করে কন্যা সন্তান থাকলে ২ লক্ষ টাকা করে পাওয়ার প্রতিশ্রুতি দিয়ে এই ফর্মগুলি পূরণ করানো হয় বলে জানা গিয়েছে।

মমতার কন্যাশ্রী দৌড়চ্ছে, মোদীর সাধের বেটি বাঁচাও স্কিমে কী অবস্থা জানলে আঁতকে উঠবেন

বেটি বাঁচাও, বেটি পড়াও প্রকল্পে টাকা পাইয়ে দেওয়ার নাম করে দেদার ভুয়ো ফর্ম বিক্রির অভিযোগ। সেইসব ভুয়ো ফর্ম পূরণ করা অবস্থায় জমা পড়েছে মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকে। সেই সংখ্যাটা প্রায় ৩০ লক্ষ বলে জানা গিয়েছে। ফর্ম বিক্রির সময় জানানো হয়েছিল, একটি করে কন্যা সন্তান থাকলে ২ লক্ষ টাকা করে দেবে কেন্দ্র। যদিও সেরকম কোনও ইনসেনটিভ এখনও ঘোষণা করেনি কেন্দ্র।

এইসব ফর্মের বেশির ভাগ গিয়েছে উত্তরপ্রদেশ থেকে। অক্টোবর-নভেম্বরের বহু সংখ্যক ফর্ম গিয়েছে হিমাচলপ্রদেশ থেকে। দেরিতে হলে এবার পঞ্জাব থেকে যেতে শুরু করেছে পূরণ করা হাজার-হাজার ফর্ম।

দিল্লির সিজিও কমপ্লেক্সে শিশু ও মহিলা উন্নয়ন মন্ত্রকের গুদামঘর উপচে পড়ছে এই ধরনের পূরণ করা ফর্মে। একাধিকবার সংবাদ মাধ্যমে জানানোও হয় বেটি বাঁচাও, বেটি পড়াও স্কিমে কোনও নগদ টাকা দেওয়ার ব্যবস্থা নেই।

মমতার কন্যাশ্রী দৌড়চ্ছে, মোদীর সাধের বেটি বাঁচাও স্কিমে কী অবস্থা জানলে আঁতকে উঠবেন

কেন্দ্রীয় মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, যে সব জালিয়াত এই ধরনের ফর্ম বিক্রি করছেন, তাঁরা সাধারণ মানুষের কাছ থেকে ফর্ম পিছু ২০ থেকে ৫০ টাকা করে নিচ্ছেন। বিশেষ করে গরিব এবং নিরক্ষরদের টার্গেট করছে এইসব জালিয়াতরা। তাঁদের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, ফর্ম পূরণ করে জমা দিলেই মিলবে ২ লক্ষ করে টাকা। ছবি, পারিবারিক তথ্য, ব্যাঙ্ক ও আধার নম্বরের বিস্তারিত উল্লেখ করার পর এইসব ফর্ম জমার ব্যবস্থা করা হয়েছে।

জালিয়াতদের বাগে আনতে মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক, আইন, স্বরাষ্ট্র এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে গত মাসে একটি বৈঠকও হয়।

যেসব রাজ্যগুলি থেকে এইসব পূরণ করা ফর্ম এসেছে, সেইসব রাজ্যে মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের তরফে তদন্তও করা হয়। এইসব ফর্মগুলি একেবারে নষ্ট করে ফেলার ব্যাপারে সিদ্ধান্তও নেওয়া হয়। একইসঙ্গে এইসব রাজ্যে সচেতনতা প্রচারের ওপরও জোর দেওয়া হয়েছে। তাতে বলা হচ্ছে বেটি বাঁচাও, বেটি পড়াও স্কিমে ব্যক্তি বিশেষে কোনও সুবিধা মেলে না। এমনকি এই স্কিমে ডায়রেক্ট বেনিফিট ট্রান্সফারেরও কোনও ব্যবস্থা নেই।

এর আগে মন্ত্রকের তরফে বিষয়টি জানানো হয়েছিল সিবিআইকে। কিন্তু ফর্ম আসা থামেনি। স্পিড পোস্ট কিংবা সাধারণ পোস্টেও ফর্ম এসেই যাচ্ছে। মন্ত্রকের তরফে রাজ্যগুলির পোস্টমাস্টারদেরও বিষয়টি সম্পর্কে জানানো হয়েছে।

English summary
Fake application forms of beti bachao flooded women and child development ministry. About 30 lakhs forms in women and child development ministry's warehouse in delhi's CGO complex.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X