For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিবসেনার সঙ্গে মতবিরোধের মাঝেই শুক্রবার শপথ নিতে পারেন ফড়নবীশ

শিবসেনার সঙ্গে মতবিরোধের মাঝেই শুক্রবার শপথ নিতে পারেন ফড়নবীশ

Google Oneindia Bengali News

শরিক দল শিবসেনার সঙ্গে মন্ত্রীত্ব ভাগাভাগি নিয়ে বিবাদ এখনও মেটেনি। তারমধ্যেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার দিনক্ষণ ঠিক করে ফেলেছে বিজেপি। সূত্রের খবর সব ঠিক থাকলে শুক্রবারই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন দেবেন্দ্র ফড়নবীশ।

শুক্রবারেই মুখ্যমন্ত্রী পদে শপথের সম্ভাবনা

শুক্রবারেই মুখ্যমন্ত্রী পদে শপথের সম্ভাবনা

এখনও মন্ত্রীত্ব ভাগাভাগি চূড়ান্ত নয়নি শিবসেনার সঙ্গে। তার মধ্যেই মুখ্যমন্ত্রী পদে শপথের দিনক্ষণ ঠিক করে ফেলেছেন বিজেপির মুখ্যমন্ত্রী পদ প্রার্থী দেবেন্দ্র ফড়নবীশ। সূত্রের খবর ৩১ অক্টোবর অথবা ১ নভেম্বর মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন দেবেন্দ্র ফড়নবীশ।

শিবসেনা ৫০ শতাংশ মন্ত্রী পদ দাবি করেছে

শিবসেনা ৫০ শতাংশ মন্ত্রী পদ দাবি করেছে

মহারাষ্ট্রের বিধানসভা ভোেট বিজেপি পেয়েছে ১০৫টি আসন। গতবারের চেয়ে একটু খারাপই হয়েছে ফলাফল। শিবসেনা সেতুলনায় অনেকটাই শক্তি সঞ্চয় করেছে। কাজেই শরিক হিসেবে বিজেপির উপর চাপ তৈরি করছে শিবসেনা। আদিত্য ঠাকরে এবার বিধায়ক পদে নির্বাচিত হওয়ায় উদ্ধব মন্ত্রী পদ নিয়ে আরও বেশি সচেতন হয়ে উঠেছেন সেকারণেই ৫০ শতাংশ মন্ত্রী পদ দাবি করেছেন তিনি।

 নবনির্বাচিত শিবসেনা বিধায়করা বিজেপির সঙ্গে হাত মেলাতে প্রস্তুত

নবনির্বাচিত শিবসেনা বিধায়করা বিজেপির সঙ্গে হাত মেলাতে প্রস্তুত

এদিকে বিজেপি সাংসদ দাবি করেছেন নবনির্বাচিত শিবসেনা বিধায়করা বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়তে প্রস্তুত। বিজেপি সাংসদের এই দাবিকে ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। শিবসেনার অন্দরে গোষ্ঠি দ্বন্দ্বের গন্ধ পাচ্ছেন বিরোধীরা।
যদিও এই নিয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে শোনাননি। দফায় দফায় দু পক্ষের মধ্যে আলোচনা চললেও পরিস্থিতির কোনও পরিবর্তন এখনও পর্যন্ত হয়নি। এরই মধ্যে ফড়নবীশের মুখ্যমন্ত্রী পদে শপথের সিদ্ধান্ত পরিস্থিতি আরও জটিল করে তুলবে বলে মনে করা হচ্ছে।

English summary
Fadnavis will take oath as CM on friday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X