For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি-কংগ্রেসের প্রবল সংঘাত শুরু! ফেসবুক বিতর্কে প্রিভিলেজ মোশন নোটিস ঘিরে তুলকালাম জাতীয় রাজনীতি

  • |
Google Oneindia Bengali News

ফেসবুক নিয়ে জাতীয় রাজনীতি ক্রমশ তোলপাড় হতে শুরু করেছে। বিজেপি বনাম কংগ্রেস এই বিতর্কের জেরে ক্রমাগত একে অপরের বিরুদ্ধে প্রিভিলেজ মোশন নোটিসের লড়াইয়ে নেমেছে। দেখে নেওয়া যাক সংঘাত কতদূর পর্যন্ত এগিয়েছে। উল্লেখ্য, তথ্য ও সম্প্রচার সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির প্রধান শশী থরুর এই বিতর্কের রাজনৈতিক দিক ঘিরে কেন্দ্রীয় চরিত্র হয়ে উঠছেন ধীরে ধীরে।

 সূত্রপাত কোথা থেকে?

সূত্রপাত কোথা থেকে?

সমস্যার সূত্রপাত বিজেপির নিশিকান্ত দুবেকে ঘিরে। যাঁর ফেসবুক পোস্ট ঘিরে ফেসবুকের অন্দরে সংঘাতের ছবি প্রকাশ্যে আসে। দাবি ওঠে বিজেপির সঙ্গে ফেসবুক ইন্ডিয়ার আঁতাত রয়েছে। বিষয়টি নিয়ে মুহূর্তে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। শুরু হয়ে যায় রাজনৈতিক টানাপোড়েন।

বিজেপি বনাম কংগ্রেস

বিজেপি বনাম কংগ্রেস

বিজেপি সাংসদ নিশিকান্তের বিরুদ্ধে ইতিমধ্যেই প্রিভিলেজ মোশন নোটিশ এনেছেন শশী থরুর। অন্যদিকে, নিশিকান্তও একই পদক্ষেপ নিয়েছেন থারুর। এদিকে, মহুয়া মৈত্র দাবি তোলেন শশী থারুর ফেসবুককে কমিটির সামনে ডেকে পাঠানোয় অযাচিতভাবে থারুরকে টার্গেটে রাখছেন বিজেপি নেতারা।

 টুইটে জবাব দিয়ে ...

টুইটে জবাব দিয়ে ...

থারুর মহুয়া মৈত্রকে মুহূর্তে পাল্টা জবাবে জানান, বিজেপি প্রথম থেকেই তাঁকে স্ট্যান্ডিং কমিটির প্রধান হিসাবে এই মর্মে কাজ করতে দিচ্ছে না। কমিটির ক্ষমতাকে ক্রমাগত গেরুয়া শিবির খর্ব করে চলেছে।

 বিজেপির অভিযোগ

বিজেপির অভিযোগ

এদিকে, বিজেপি দাবি করেছে ফেসবুক বিতর্কে ফেসবুক সংস্থাকে স্ট্যান্ডিং কমিটির সামেন আসতে বলে, কংগ্রেস নিজের স্বার্থসিদ্ধি করছে। কংগ্রেস চাইছে গান্ধী শিবিরের কথায় স্ট্যান্ডিং কমিটি চলুক। সাংসদ নিশিকান্তের দাবি, সংসদীয় স্ট্যান্ডিং কমিটির কোনও মিটিং এই ফেসবুককে সমন করা নিয়ে শশী থারুর আগে সদস্যদের কিছুই জানাননি। আর এই মর্মেই নিশিকান্ত দুবে শশী থারুরকে প্রিভিলেজ মোশানের নোটিস পাঠিয়েছেন বলে জানা গিয়েছে।

English summary
Facebook Row started Between BJP and Congress over Privilage motion-notice
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X