For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সরানো হচ্ছে ‘রিজাইন মোদী’ হ্যাশট্যাগ, বিতর্কের মুখে পড়ে সাফাই ফেসবুকের

সরানো হচ্ছে ‘রিজাইন মোদী’ হ্যাশট্যাগ, বিতর্কের মুখে পড়ে সাফাই ফেসবুকের

  • |
Google Oneindia Bengali News

করোনায় কাহিল ভারত। এদিকে রাজ্য রাজ্য চরমে উঠেছে অক্সিজেন ঘাটতি, নেই বেড, প্রয়োজনীয় ওষুধ। এমনকী টিকা বণ্টনের ক্ষেত্রেও কেন্দ্রের বিরুদ্ধে উঠেছে একাধিক অভিযোগ। এমতাবস্থায় গত কয়েকদিন ধরেই সোশ্যালমিডিয়া অনেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবি তোলেন। জুড়ে দেওয়া হয় 'রিজাইন মোদী’ (পদত্যাগ করুন মোদী) হ্যাশট্যাগ। অভিযোগ কিন্তু সেসবই নেটিজেনদের নজরে আনছিল না ফেসবুক।

 ‘রিজাইন মোদী’ হ্যাশট্যাগ দেওয়া পোস্ট সরাচ্ছে ফেসবুক ?

‘রিজাইন মোদী’ হ্যাশট্যাগ দেওয়া পোস্ট সরাচ্ছে ফেসবুক ?


আরও সহজ ভাবে বললে যে সব পোস্টে 'রিজাইন মোদী' হ্যাশট্যাগ রয়েছে সেগুলি আলাদা ভাবে সরিয়ে রাখছিল ফেসবুক। যা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। অবশেষে বিশ্বব্যাপী বিতর্কের মুখে পড়ে মুখ খুলতে বাধ্য হয় বিশ্বের সর্বাধিক জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। যা নিয়ে জোর চর্চা চলছে বিভিন্ন মহলে।

 কী সাফাই দিচ্ছে ফেসবুক

কী সাফাই দিচ্ছে ফেসবুক

এই প্রসঙ্গে সাফাই দিয়ে ফেসবুকের জবাব, সরকারের নির্দেশে নয় ভুলবশত পোস্টগুলি 'হাইড' হয়ে গিয়েছিল। এখন আবার তা সকলের গোচরে আনা হয়েছে। ফেসবুকের এক মুখপাত্র বলেন, 'ভারত সরকারের নির্দেশে নয়, আমরা ভুলবশত সাময়িকভাবে ওই হ্যাশট্যাগ ব্লক করে দিয়েছিলাম। তাই আবারও ব্লক প্রত্যাহার করে নিয়েছি।'

সোশ্যাল মিডিয়ায় তোপের মুখে মোদী সরকার

সোশ্যাল মিডিয়ায় তোপের মুখে মোদী সরকার

এদিকে গোটা দেশ জুড়েই সোশ্যাল মিডিয়ায় করোনা আক্রান্ত মৃত ব্যক্তিদের সৎকার, অক্সিজেনের আকালের ভয়াবহ ছবি-ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। সর্বাধিক পোস্ট হচ্ছে ফেসবুকে। তা নিয়ে একাংশের তোপের মুখে পড়েছে মোদী সরকার। তার রেশ ধরেই 'রিজাইন মোদী' ট্যাগ ব্যবহার করছিলেন অনেকে। সেই দলে র‌য়েছেন চিকিৎসক থেকে বিশিষ্ট জন। সোশ্যাল সাইটেও এই নিয়ে পোস্ট দিয়েছেন তাঁরা।

 কাঠগড়ায় টুইটারও

কাঠগড়ায় টুইটারও

ওয়াকিবহাল মহলের ধারণা যার জেরে রীতি মতো অস্বস্তিতে পড়ে কেন্দ্র। আর তাই কোন বিজেপি সরকারের ইন্ধনেই এই কাজ করেছিল ফেসবুক, এমনটাই দাবি অনেকের। এদিকে কিছুদিন আগেই করোনা মোকাবিলায় সরকারের সমালোচনা করা এ রকমই প্রায় কয়েক ডজন পোস্ট ডিলিট করল টুইটার। জানিয়েছে, কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রকের নির্দেশেই এই কাজ করা হয়েছে। যা নিয়েও উত্তাল হয় রাজ্য-রাজনীতি।

English summary
facebook removes resign modi hashtag zuckerberg s team faces controversy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X