বিশ্বজুড়ে সোশ্যাল মিডিয়ায় বিপর্যয়, দীর্ঘক্ষণ থমকে থাকল ফেসবুক, ইনস্টাগ্রাম
ভর সন্ধেবেলা হঠাৎ করে থমকে গেল ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার। কোনওকিছুই পোস্ট করা যাচ্ছিল না সেখানে। এদিকে একের পর এক শুভেচ্ছা বার্তা পোস্ট চলছিল সোশ্যাল মিডিয়ায়। সদ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। ভারতের রাজনৈতিতে অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। তারই মধ্যে সোশ্যাল মিডিয়ার হঠাৎ থমকে যাওয়ায় বিরক্ত হয়ে উঠেছিলেন নেটিজেনরা।

পরে জানা যায় শুধু ভারত নয় গোটা বিশ্বেই এমন পরিস্থিতি তৈরি হয়েছিলে। ব্রিটেন, আমেরিকা সহ একাধিক দেশে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, মেসেঞ্জার থমকে যেতে শুরু করেছিল। সবথেকে বেশি সমস্যায় পড়েছিলেন ইনস্টাগ্রামের ইউজাররা। ৭৪ শতাংশ অভিযোগ তাঁরাই জানিয়েছেন। নিউজ আপডেট পোস্টেই সমস্যা বেশি তৈরি হয়েছে।
যদিও হোয়াটসঅ্যাপ ঠিকমতোই কাজ করেছে। গত কয়েক মাস ধরে ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে কড়াকড়ি শুরু হয়েছে। প্রায় ৫.৪ বিলিয়ন ফেক অ্যাকাউন্ট মুছে দিয়েছে ফেসবুক। আমেরিকার নির্বাচনের আগে আরও কড়াকড়ি শুরু করেছে ফেসবুক। তবে কী করণে আজ হঠাৎ করে এই সমস্যা তৈরি হল সেটা এখনও জানা যায়নি।