For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা লকডাউন ২.০: কী করলে শাস্তির মুখে পড়তে হবে জানুন একনজরে

করোনা লকডাউন ২.০: কী করলে শাস্তির মুখে পড়তে হবে জানুন একনজরে

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রীয় সরকার যেমন নতুন করে ১৯ দিনের লক ডাউনের ঘোষণা করেছে, তেমনই কিছু ক্ষেত্রে অত্যন্ত কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। এবং অত্যাবশ্যকীয় কিছু ক্ষেত্রকে ছাড় দেওয়া হয়েছে। তবে করোনা ভাইরাসের মত মহামারীর বিরুদ্ধে লড়তে জনগণকে আরও সচেতন হতে হবে। এবং সরকারের দেওয়া নিয়ম মেনে চলতে হবে। এক্ষেত্রে পাবলিক প্লেসে কী করতে হবে এবং কী করা যাবে না সেই সম্পর্কে নির্দিষ্ট গাইডলাইন জারি করা হয়েছে। এক নজরে সেদিকে চোখ রাখা যাক।

মাস্ক পরতে হবে

মাস্ক পরতে হবে

বাড়ির বাইরে বেরোলে অবশ্যই মুখ ঢেকে, মাস্ক পরে বেরোতে হবে। সমস্ত ধরনের পাবলিক প্লেস ও কর্মস্থলে এই নিয়ম মানা বাধ্যতামূলক।

গাইডলাইন মানতে হবে

গাইডলাইন মানতে হবে

সমস্ত ব্যক্তি যারা পাবলিক প্লেস বা ওয়ার্কপ্লেসের দায়িত্বে রয়েছেন অথবা গণপরিবহণের সঙ্গে যুক্ত, তাঁদের প্রত্যেককেই সোশ্যাল ডিস্ট্যান্স গাইডলাইন মেনে চলতে হবে। যা কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রক দ্বারা জারি করা হয়েছে।

একত্রে বেশি লোক নয়

একত্রে বেশি লোক নয়

কোনও সংস্থা বা ম্যানেজার একত্রে ৫ জন বা তার বেশি ব্যক্তিকে জড়ো করতে পারবেন না।

বিয়ের নিয়ম

বিয়ের নিয়ম

বিয়ে হোক বা শেষকৃত্য সেক্ষেত্রে জেলাশাসকের জারি করা যে নিয়ম রয়েছে তা মেনে চলতে হবে।

থুতু ফেললে জরিমানা

থুতু ফেললে জরিমানা

রাস্তাঘাটে থুতু ফেললে জরিমানা ও শাস্তি দুটোই হতে পারে।

নেশার সামগ্রী নিষিদ্ধ

নেশার সামগ্রী নিষিদ্ধ

মদ গুটকা তামাকজাত দ্রব্য ইত্যাদি বিক্রি নিষিদ্ধ থাকবে এবং তামাক বা গুটকা খেয়ে রাস্তাঘাটে থুতু ফেললে কড়া শাস্তির মুখে পড়তে হবে

মদ, তামাকজাত পণ্য ও গুটখার বিক্রি নিষিদ্ধ করল কেন্দ্র সরকারমদ, তামাকজাত পণ্য ও গুটখার বিক্রি নিষিদ্ধ করল কেন্দ্র সরকার

English summary
Face mask to spitting, directives for public places amid Coronavirus lockdown 2.0
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X