For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতকে ব্যবসায় সেরা করবেন, গুজরাতে গিয়ে পণ মোদীর

তাঁর সরকারের আমলে ব্যবসাকে আরও সহজ করতে অনেক চেষ্টা করা হয়েছে বলে দাবি মোদীর।

  • |
Google Oneindia Bengali News

তাঁর সরকারের আমলে ব্যবসাকে আরও সহজ করতে অনেক চেষ্টা করা হয়েছে। তার ফলও মিলেছে হাতেনাতে। সহজে ব্যবসা করা যায় এমন দেশের তালিকায় ভারত প্রথম একশোয় চলে এসেছে। এবং তা হয়েছে নরেন্দ্র মোদী সরকারের আমলেই।

সুনির্দিষ্ট নীতি

সুনির্দিষ্ট নীতি

সেই সুনির্দিষ্ট নীতিই আগামিদিনে ভারতকে এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছেন ভারতের প্রধানমন্ত্রী। আগামিদিনে ভারতকে প্রথম পঞ্চাশটি দেশের মধ্যে আনার কথাও জানিয়েছেন তিনি।

নতুন পণ

নতুন পণ

ভাইব্র্যান্ট গুজরাত সামিটে অংশ নিয়ে মোদী বলেন, ভারত ব্যবসার জন্য তৈরি। সহজে ব্যবসা করার ক্রমতালিকায় ভারত গত চার বছরে ৭৫ ধাপ এগিয়েছে। তাও আমি খুশি নই। আমি আমার দলকে বলেছি, এমন কঠোর পরিশ্রম করতে যাতে ভারত পরের বছর প্রথম ৫০-এ আসতে পারে।

এগিয়েছে ভারত

এগিয়েছে ভারত

২০১৮ সালে সহজে ব্যবসা করা দেশের তালিকায় ভারত ২৩ ধাপ ওপরে উঠে এসেছে। এখন ভারতের স্থান ৭৭তম। সেটাকেই ওপরে তোলার চেষ্টা চালাচ্ছে কেন্দ্র, এমনই দাবি করেছেন মোদী।

প্রয়োজনীয় পদক্ষেপ

প্রয়োজনীয় পদক্ষেপ

মোদী বলেছেন, জিএসটি ও অন্য সুবিধার সরলীকরণের ফলে ব্যবসা অনেক সহজ হয়েছে। এছাড়া বিদেশি বিনিয়োগের ক্ষেত্রেও ভারত অনেক খোলা বাজার। ৯০ শতাংশ সম্মতিই হয় অটোমেটিক রুটে। যার ফলে দেশের অর্থনীতি তরতরিয়ে এগোচ্ছে।

English summary
Eyeing top 50 slot for India in ease of doing business, says PM Modi in Vibrant Gujarat Summit 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X