For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'সার্জিক্যাল স্ট্রাইক' নিয়ে দেশজুড়ে অভিনব প্রচারের পথে বিজেপি

ভোটের কথা মাথায় রেখেই সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনাকে ফের একবার ফলাও করে প্রচারের উদ্যোগ নিয়েছে বিজেপি।

  • |
Google Oneindia Bengali News

আগামী বছরেই অনুষ্ঠিত হবে ২০১৯ লোকসভা নির্বাচন। তার আগে বছরের শেষে চার-পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। এগুলি মাথায় রেখেই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের অন্যতম বড় সাফল্য সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনাকে ফের একবার ফলাও করে প্রচারের উদ্যোগ নিয়েছে বিজেপি। ভোটারদের মনে জাতীয়তাবাদী ভাবনাকে ফের একবার এই ঘটনা মনে করিয়ে উসকে দিতে উদ্যোগী গেরুয়া শিবির।

সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে দেশজুড়ে অভিনব প্রচারের পথে বিজেপি

সেজন্য আগামী ২৮ সেপ্টেম্বর সরকার সার্জিক্যাল স্ট্রাইক দিবস পালন করবে। ভারতীয় সেনা সীমান্ত টপকে পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটিগুলিকে উড়িয়ে দেয়। বহু জঙ্গি মারা যায়। তার দিন কয়েক আগে কাশ্মীরের উরি হামলার বদলা নিতেই সেনা সীমান্তপার হামলা চালায়।

সার্জিক্যাল স্ট্রাইক দিবস পালনের দিন বিজেপির সব নেতা-মন্ত্রীরা তাদের এলাকায় গিয়ে এই দিনটি পালন করবেন। সঙ্গে থাকবে এনসিসি ক্যাডেটরা। শহিদ সেনাদের শ্রদ্ধা জানানো হবে।

[আরও পড়ুন:স্কুল-কলেজে হিন্দুত্বের প্রচারে বিশ্ব হিন্দু পরিষদ, নামানো হল ৭৫ হাজার স্বেচ্ছাসেবক ][আরও পড়ুন:স্কুল-কলেজে হিন্দুত্বের প্রচারে বিশ্ব হিন্দু পরিষদ, নামানো হল ৭৫ হাজার স্বেচ্ছাসেবক ]

গত সপ্তাহে হওয়া কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এছাড়া প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুর একমাস উপলক্ষ্যেও বিজেপি সরকার কাব্যঞ্জলি দিবস পালন করবে ১৬ সেপ্টেম্বর। এই উপলক্ষ্যে কবিতা নিয়ে নানা অনুষ্ঠান করার কথা বলা হয়েছে।

[আরও পড়ুন:বিজেপির ভয়ে লেজ গুটিয়ে ফিরে আসেনি তৃণমূল! প্রমাণ দিতে অসমে ঝড় তুললেন ফিরহাদ ][আরও পড়ুন:বিজেপির ভয়ে লেজ গুটিয়ে ফিরে আসেনি তৃণমূল! প্রমাণ দিতে অসমে ঝড় তুললেন ফিরহাদ ]

২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে জঙ্গি লঞ্চপ্যাড উড়িয়ে দেয় ভারত। লস্কর ই তৈবা-সহ অন্য সংগঠনের বহু জঙ্গি নিকেশ হয়। পাকিস্তানের মাটি থেকেই যে সন্ত্রাসবাদ ভারতের মাটিতে ছড়িয়ে দেওয়া হচ্ছে তা ফের একবার প্রমাণিত হয়।

[আরও পড়ুন: রবিবার থেকে বিদেশ সফর! মমতার অনুপস্থিতিতে মন্ত্রিসভার দ্বিতীয় ব্যক্তি কে, জেনে নিন বিস্তারিত][আরও পড়ুন: রবিবার থেকে বিদেশ সফর! মমতার অনুপস্থিতিতে মন্ত্রিসভার দ্বিতীয় ব্যক্তি কে, জেনে নিন বিস্তারিত]

English summary
Eyeing on 2019 Lok Sabha Elections, BJP will celebrate 'Surgical Strike Day'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X