For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাটছে না আর্থিক মন্দা, দেনার চাপ বাড়ছে দেশের

কাটছে না দেশের আর্থিক মন্দা। তার উপরে বাড়ছে দেনার দায়। বৈদেশিক ঋণের বোঝা ক্রমশ বেড়েই চলেছে ভারতের। জুন মাস পর্যন্ত দেশের বৈদেশিক ঋণ বেড়েছে ৫৫৭.৪ বিলিয়ন।

Google Oneindia Bengali News

কাটছে না দেশের আর্থিক মন্দা। তার উপরে বাড়ছে দেনার দায়। বৈদেশিক ঋণের বোঝা ক্রমশ বেড়েই চলেছে ভারতের। জুন মাস পর্যন্ত দেশের বৈদেশিক ঋণ বেড়েছে ৫৫৭.৪ বিলিয়ন। রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে মার্কিন ডলারের তুলনায় টাকার দাম পতনের কারণেই দেনার বোঝা বেড়েছে ভারতের।

কাটছে না আর্থিক মন্দা, দেনার চাপ বাড়ছে দেশের

তারমধ্যে আবার দীর্ঘ মেয়াদী ঋণের পরিমান বেড়েছে। প্রায় ৪৪৭.৭ বিলিয়নে পৌঁছে গিয়েছে জুন মাস পর্যন্ত। মার্চ মাস থেকে যার পরিমাণ ১৪.১ বিলিয়ন ডলার বেড়েছে। দেশের আর্থিক মন্দাই তার অন্যতম কারণ বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

এদিকে ঋণের বোঝা চাপতে থাকলে দেশের আর্থিক বিকাশ কখনও এগোবে না বলে দাবি। মোদীর ৫ ট্রিলিয়ন অর্থনীতিতে পৌঁছনোর দাবি কোনওভাবেই যে পূরণ হবে না সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। তারপরেও মোদী এবং তাঁর মন্ত্রীরা বিশ্বের দরবারে দেশকে ৫ ট্রিলিয়ন অর্থনীতির দেশে পৌঁছে দেওয়ার কথা বলে চলেছেন।

পরিস্থিতি এতোটাই খারাপ যে রিজার্ভ ব্যাঙ্কের তহবিলেও হাত পড়েছে। যা এযাবত কোনও সরকারে আমলে ঘটেনি। মোদী সরকার সেটা করে দেখিয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের তহবিলে ঘাটতি। পাহাড় প্রমাণ বৈদেশিক ঋণ সব মিলিয়ে একেবারে জর্জরিত অবস্থা ভারতের।

 [ এটিএমে টাকা তুলতে গেলে দিতে হবে সার্ভিস চার্জ] [ এটিএমে টাকা তুলতে গেলে দিতে হবে সার্ভিস চার্জ]

English summary
external debt stood at USD 557.4 billion in the June quarter
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X