For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লি-ঢাকা সম্পর্কের গতিপথ কোন দিকে? বাংলাদেশের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক জয়শঙ্করের

Google Oneindia Bengali News

ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে এদিন বৈঠকে বসতে চলেছেন দুই দেশের বিদেশমন্ত্রী। প্রসঙ্গত, ডিসেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তবে এই বৈঠক ভার্চুয়ালি হবে কি না সেই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ এদিকে মোদী-হাসিনার বৈঠকের আগে আজকের বৈঠক নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

মোদী-হাসিনার বৈঠকের বিষয়ে আলোচনা

মোদী-হাসিনার বৈঠকের বিষয়ে আলোচনা

বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আবদুল মোমেন জানিয়েছেন, মোদী-হাসিনার বৈঠকের বিষয়টি নিয়ে দু'দেশের মধ্যে আলোচনা চলছে৷ তবে বৈঠকটি কোথায়, কীভাবে অর্থাৎ ভার্চুয়ালি হবে কি না সেই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ যদি করোনা পরিস্থিতির কোনও পরিবর্তন না হয় তাহলে বৈঠকটি ভার্চুয়াল হবে৷

জয়েন্ট কনসাল্টেটিভ কমিশনের বৈঠক

জয়েন্ট কনসাল্টেটিভ কমিশনের বৈঠক

এদিকে আজ যেই জয়েন্ট কনসাল্টেটিভ কমিশনের বৈঠক করতে চলেছেন দুই দেশের বিদেশমন্ত্রী, সেই বৈঠকে মূলত রোহিঙ্গা সমস্যা, নদীর জল বণ্টন, শক্তি, যোগাযোগ ব্যবস্থা, দ্বিপাক্ষিক বাণিজ্য, সীমান্ত সমস্যার মতো বিষয়গুলি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে৷

ভারত-বাংলাদেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নতি

ভারত-বাংলাদেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নতি

আজ জয়েন্ট কনসাল্টেটিভ কমিশনের বৈঠকে থাকবেন বিদেশমন্ত্রী এস জয়শংকর এবং বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আবদুল মোমেন৷ মূলত জেসিসি হল উভয় দেশের মধ্যে সম্পর্কে অগ্রগতি পর্যালোচনা করার একটি মাধ্যম৷ ভারত-বাংলাদেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক নিয়ে দুই দেশের বিদেশমন্ত্রী আলোচনা করবেন এই বৈঠকে৷ প্যানডেমিক পরিস্থিতি সত্ত্বেও বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি নিয়ে আলোচনা হবে৷

আস্থা বাড়াতে এই বৈঠক

আস্থা বাড়াতে এই বৈঠক

দু'দেশের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার জন্য ও পারস্পরিক আস্থা বাড়াতে আজ এই বৈঠকের আয়োজন করা হয়েছে৷ বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে৷ ভারতকে ভালো বন্ধু হিসেবে উল্লেখ করে মোমেন বলেন, 'বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার আছে৷'

English summary
External Affairs Minister S Jaishankar and Bangladesh foreign minister AK Abdul Momen will meet today
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X